বাংলাদেশ দল ২০২৪ সালের মে মাসে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয়। ২১ মে, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে পৌঁছে বাংলাদেশ দল পেরে রিভিউ ক্রিকেট কমপ্লেক্স স্টেডিয়ামে অনুশীলন করে। গ্যালারি ও ড্রেসিং রুম ছাড়া এই মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামে টাইগাররা।
তবে এ সময়ে বাংলাদেশ দলের অবহেলিত ক্রিকেটার ইমরুল কায়েসকে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। ইমরুল কায়েস, যিনি বাংলাদেশ দলের হয়ে খেলেছিলেন, তার পারফরম্যান্সের কারণে বাদ পড়ার কথা ছিল না। রাজনৈতিক বা অন্য কোনো কারণে ইমরুলকে বাদ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিয়ে নানা সময়ে নানা খবর বেরিয়েছে। কখনো শোনা গেছে তিনি বাংলাদেশের হয়ে আর খেলবেন না, আবার কখনো শোনা গেছে তিনি যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন।
সেই সময় একটি গুঞ্জন ছিল যে, ইমরুল কায়েস বাংলাদেশে অবহেলার শিকার হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন এবং যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন। যদি ইমরুল যুক্তরাষ্ট্রের হয়ে খেলতেন, তবে তিনি তাদের অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে পারতেন। বাংলাদেশের ক্রিকেটে তিনি শুধুই অবহেলা পেয়েছেন, এর বাইরে আর কিছু পাননি।