সর্বশেষ

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস ও এপিএস হিসাবে নিয়োগ দেওয়া হল যাদের

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সেতু বিভাগের উপসচিবের একান্ত সচিব আবুল হাসানকে (পিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন মাগুরার এমডি মো. মোয়াজ্জম হোসেন। বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

আবুল হাসানের নিয়োগের ঘোষণায় বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া যতদিন এই পদে থাকবেন বা মো. আবুল হাসান একান্ত সচিব পদে বহাল থাকতে না চাওয়া পর্যন্ত এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মোয়াজ্জাম হোসেনের নিয়োগের ঘোষণা অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। মোয়াজ্জাম হোসেন; পিতা- মো. আজিজহার মন্ডল, মাতা-আনোয়ারা বেগম, গ্রাম-দক্ষিণপাড়া, ডাকঘর, বিনোদপুর, উপজেলা-মোহাম্মদপুর, জেলা-মাগুরা; তিনি জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ২২০০০/ টাকা থেকে ৫৩০৬০/ (গ্রেড ৯) বেতন স্কেলে সহকারী একান্ত সচিব হিসাবে নিযুক্ত হন।

এতে বলা আছে যে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া যতদিন থাকবেন এমডি ততদিন এই পদে থাকবেন। মোয়াজ্জম হোসেন সহকারী একান্ত সচিব পদে বহাল থাকতে না চাওয়া পর্যন্ত এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *