সর্বশেষ

লিটন মিরাজকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ইয়ান বিশপ

চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসে ২৭৪ রানে অল-আউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে লিটন ও মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৬২ রানে অল-আউট হয় বাংলাদেশ। মিরাজ করেন ৭৮ রান ও লিটন দাস করেন ১৩৮ রান। তাদের দুজনের কারণেই মাত্র ১২ রানের লিড পেয়েছে পাকিস্তান।

১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে পাকিস্তান। নিজের প্রথম আর ইনিংসের দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদের আঘাত। অফ স্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন আবদুল্লাহ শফিক (১০ বলে ৩ রান)।

হাসান প্রথম ইনিংসে উইকেট পাননি। তবে ব্যাট হাতে ৫১ বলে ১৩ রানের ধৈর্যশীল এক ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে বল হাতে নিয়েই উইকেট! আবদুল্লাহ শফিক আউট হওয়ার পর নাইটওয়াচম্যান হিসেবে নেমেছিলেন খুররম শেহজাদ। তাঁকে বোল্ড করে দিয়েছেন হাসান মাহমুদ। দ্বিতীয় ইনিংসে ৯ রান তুলতেই ২ উইকেট হারাল পাকিস্তান। আজ ৪র্থ দিনে ব্যাটিং করছে পাকিস্তান। নাহিদ রানা তোপে ৬ উইকেটে ১৩৩ রান তুলেছে পাকিস্তান।

লিটন মিরাজকে নিয়ে পোস্ট করেন জনপ্রিয় ধারাভাষ্যকর হার্শা ভোগলে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স লিখেন, The two best cricketers from Bangladesh at the moment, @Officialmiraz and @LittonOfficial have given their team a great chance of winning a series. Have often said Litton is the best white ball batter in Bangladesh but I hope this test century expands his ambition.

এই মুহুর্তে বাংলাদেশের সেরা দুই ক্রিকেটার মিরাজ এবং লিটন তাদের দলকে সিরিজ জয়ের দারুণ সুযোগ দিয়েছেন। প্রায়ই বলেছি লিটন বাংলাদেশের সেরা সাদা বলের ব্যাটার তবে আমি আশা করি এই টেস্ট সেঞ্চুরি তার উচ্চাকাঙ্ক্ষাকে প্রসারিত করবে।

দেশের ঠিক প্রয়োজনের সময় লিটন-মিরাজের লড়াকু মানসিকতাকে জাতির জন্য অনুপ্রেরণার বলছেন ইয়ান বিশপ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স লিখেন, Loving the fight and spirit I am seeing from the Bangladesh cricket team. It’s come at a time when their country needs heroes more than ever, and the players are inspiring a nation.

আমি বাংলাদেশ ক্রিকেট দল থেকে লড়াই এবং চেতনা দেখতে পাচ্ছি। এটি এমন একটি সময়ে এসেছে যখন তাদের দেশের নায়কদের আগের চেয়ে বেশি প্রয়োজন, এবং খেলোয়াড়রা একটি জাতিকে অনুপ্রাণিত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *