সর্বশেষ

টেস্ট ইতিহাসে রেকর্ড গড়ে দেশের মাটিতে পাকিস্তানকে ধবলধোলাই করলো বাংলাদেশের

রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট সিরিজে জয়ের মুকুট পরলো বাংলাদেশ। ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নামে টাইগাররা। ৬ উইকেট বাকি রেখেই আবারো রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়লো বাংলাদেশ।

২০২২ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩–০ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান। দেশের মাটিতে টেস্ট সিরিজে ওই একবারই ধবলধোলাই হয়েছে তারা।এরপর ২০২৪ এ আবার দেশের মাটিতে টেস্ট সিরিজে বাংলাদেশের হাতে ধবলধোলাই হলো পাকিস্তান।

প্রথম টেস্টে ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্টেও ৬ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। আর এই জয়ের মধ্য দিয়ে পাকিস্তানের ইতিহাস গড়ে সিরিজ জিতলো বাংলাদেশ। সাথে পাকিস্তানকে হোয়াইটওয়াসের লজ্জা দিল টাইগাররা।

আজ দ্বিতীয় টেস্টের শেষ দিনে জয়ের লক্ষ্যে ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। লক্ষ্য ১৮৫ রান। সেই রান তাড়া করার পথে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছেন জাকির হাসান ও সাদমান ইসলাম। আর শেষটা করেন মুশফিক ও সাকিব আল হাসান। মুশফিক ২২ রানে অপরাজিত থাকেন ও সাকিব ২১ রানে অপরাজিত থাকেন।

এর আগে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৭২ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। বাংলাদেশের লক্ষ্য ১৮৫ রান। ব্যাট করতে আসা বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন জাকির ও সাদমান। স্কোরবোর্ডে ৪২ রান জমা হওয়ার পর বৃষ্টি শুরু হয়। তা না থামলে দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত নেন ম্যাচ কর্মকর্তারা। জয় থেকে এখনো ১৪৩ রান দূরে বাংলাদেশ।

তবে পঞ্চম দিনে জয়ের ঘ্রাণ নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার নিয়ে বাংলাদেশ দল পায় ফিফটি। জাকিরের তখন পঞ্চাশের কাছাকাছি। কিন্তু হঠাৎ মীর হামজার বলে ৪০ রানে থামতে হয় তাকে। ৫৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৭০ রানে পৌঁছানোর আগেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। খুররম শাহজাদ বলেছেন, সাদমানকে ২৪ রানে ফিরতে হয়। একে একে ফিরে যান শান্ত, মমিনুল।

পাকিস্তান ১ম ইনিংসঃ ২৭৪/১০, ওভারঃ ৮৫.১ ( আব্দুল্লাহ ০, আইয়ুব ৫৮, শান মাসুদ ৫৭, শাকিল ১৭, বাবর আজম ৩১, রিজওয়ান ২৯, সালমান আগা ৫৪, খুররাম শেহজাদ ১২, আলি ২, আবরার ৯, মির হামজা ০*)

পাকিস্তান ২য় ইনিংসঃ ১৭২/১০, ওভারঃ ৪৬.৪ (শফিক ৩, আইয়ুব ৬*, খুররাম ০, মাসুদ ২৮, বাবর আজম ১১, শাকিল ২, রিজওয়ান ৩৮* সালমান ৪৭* আলী ০, আবরার ২, মির হামজা ৪) পাকিস্তান ১৮৪ রানের লিড

বাংলাদেশ ১ম ইনিংসঃ ২৬২/১০, ওভারঃ ৬৪.৫ (সাদমান ১০, জাকির ১, শান্ত ৪, মমিনুল ১, মুশফিক ৩, সাকিব ২, লিটন ১৩৮, মিরাজ ৭৮, হাসান ১৩*, তাসকিন ১, নাহিদ ০)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *