সর্বশেষ

ভারত ইংল্যান্ডের বাঘা বাঘা ক্রিকেটারদের পিছনে ফেলে ১ নাম্বারে উঠে আসলেন মিরাজ

দীর্ঘ দিন পর আমরা আজ নতুন বাংলাদেশ কে দেখছি। এই দলের যে কোন ক্রিকেটার যে কোন সময় খেলার মোড় ঘুড়িয়ে দিতে পারে। এমন যেমন বাংলাদেশ কবে দেখছিলেন যারা মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ ২৬২ রান করে।

রাওয়ালপিন্ডি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট চলছে। টাইগাররা ইতিমধ্যেই ১-০ তে এগিয়ে আছে। অনেক দিন পর লাল বলের দলে এসে বড় চমক দেখাচ্ছেন বাংলাদেশের খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ। প্রথম টেস্টে খুব ভালো ব্যাটিং করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও নেন ৪ উইকেট।

দ্বিতীয় টেস্টেও তার ব্যবধান বেড়েছে। প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। তার সঙ্গে পাকিস্তানকে মাত্র ২৭৪ রানে সীমাবদ্ধ করেন তিনি। শুধু তাই নয়, ব্যাট হাতে ৭৮ রানও করেন তিনি।

একটু পরিসংখ্যান থেকে ঘুরে আসা যাক, শেষ ৫ বছরে ৮ নাম্বার বা তার পরে ব্যাটিংয়ে নামা ব্যাটারদের মধ্যে সবার উপরে রয়েছেন মিরাজ। মিরাজ ২৫ ইনিংস খেলে ৬৯৭ রান করে ৩১.৯৫ এভারেজে ব্যাট করে সবার উপরে অবস্থান করছেন। তার নিচে আছেন ভারতের আশ্বিন ২৭ ইনিংসে ৫৮০ রানে ২১.৪৮, তার নিচে আছেন ক্রিস ওয়াকস, ডি সিলভা, তারপর কেশভ মহারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *