সর্বশেষ

ভারত সিরিজের জন্য স্কোয়াড নিয়ে নতুন বার্তা বিসিবির

ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (৪ সেপ্টেম্বর) ইতিহাস গড়া সিরিজ শেষে রাত ১১টা নাগাদ ঢাকায় এসে পৌঁছান নাজমুল হোসেন শান্তরা। দুই বহরে দেশে ফিরেছেন ক্রিকেটাররা।

পাকিস্তান সিরিজ শেষ করে দেশে ফিরলেও খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না শান্তরা। এবার ভারত সফর করবে টাইগাররা। সেখানে খেলবে দুই ফরম্যাটের সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সেই অভিযান শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর, শেষ হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে।

চেন্নাইয়ে হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে কানপুরে। পরবর্তীতে দুই দল ১২ অক্টোবর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। বাংলাদেশ-ভারতের দুই টেস্টের সিরিজ আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অংশ।

এদিকে, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল শিগগিরই ঘোষণা করা হবে বলে বিসিবির এক নির্বাচক নিশ্চিত করেছেন। তিনি বলছিলেন, ‘খুব বেশি দেরি করব না। দ্রুতই হবে। কেননা খুব একটা কাঁটাছেড়ার কিছু নেই। আগামী ১০ তারিখের মধ্যে আমরা বিসিবিকে দল দিয়ে দেব।’

দলে কোনো ক্রিকেটারের ইনজুরির শঙ্কা আছে কি না, জানতে চাইলে এই নির্বাচক জানান, ‘কোনো সমস্যা নেই সবাই ভালো আছে। জয়ের (মাহমুদুল হাসান) সমস্যাও সেরে উঠেছে। ১০ দিনের বিশ্রামে রয়েছেন পেসার শরিফুল ইসলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *