সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের হয়ে ১৪ উইকেট নেয়ার কদিন পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে দল পেয়েছিলেন তিনি।
টরেন্টো ন্যাশনালসের হয়ে খেলার কথা থাকলেও ভিসা জটিলতায় শেষ পর্যন্ত কানাডায় যাওয়া হয়নি বাংলাদেশের এই লেগ স্পিনারের। কদিন আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও দল পেয়েছেন রিশাদ।
সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন তরুণ এই লেগ স্পিনার। এবার আরও একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ডাক পড়ল রিশাদের।
গত বছর প্রথমবার মাঠে গড়ানো জিম-আফ্রো টি-টেন লিগে হারারে বোল্টসের হয়ে খেলবেন তিনি। ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে রিশাদকে দলে নিয়েছে হারারে।
হারারে বোল্টস: দাসুন শানাকা, জেমস নিশাম, জর্জ মানজি, রিশাদ হোসেন, সেহান জয়াসুরিয়া, কেনার লুইস।