সর্বশেষ

১ম ম্যাচেই রেকর্ড গড়ে কত উইকেট নিলেন সাকিব

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে’র হয়ে অভিষেক রাঙিয়েছেন সাকিব আল হাসান। টনটনে সমারসেটের সবকটি উইকেট তুলে নেয়ার নেপথ্যে বল হাতে নেতৃত্ব দিয়েছেন টাইগার অলরাউন্ডার। চার উইকেট নিয়েছেন ৩৭ বর্ষী তারকা।

টনটনে চারদিনের ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নেমে ৯৫.৫ ওভার ব্যাট করে ৩১৭ রানে গুটিয়ে গেছে সামারসেট। দ্বিতীয় দিনে ব্যাটে নামবে সাকিবের দল সারে।

সারে’র হয়ে এদিন সর্বোচ্চ ৩৩.৫ ওভার বল করেছেন সাকিব। সাত মেডেনসহ ৯৭ রান খরচ করেছেন। ২.৮৬ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। দিনের খেলায় সারে বোলারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ সাফল্য এটি।

টাইগার তারকা ফিরিয়েছেন টম অ্যাবল, ক্রেইগ ওভেরটন, কেসি অ্যালড্রিজ ও ব্রেট র‌্যানডেলকে। সাকিবের পাশাপাশি ড্যানিয়েল ওরাল ১৭ ওভারে ২.৪১ ইকোনমি রেটে ৪১ রান খরচায় ৩ উইকেট নেন।

সামারসেট ব্যাটারদের মধ্যে দারুণ করেছেন টম ব্যান্টন। ১৭২ বলে ১৩২ রান করেন এই ব্যাটার। ১১৯ বলে ৪৯ রান করেন টম অ্যাবল। এছাড়া অর্খি ভোগান ৪৪ রান এবং জেমস রিউ ৩৮ রান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *