সর্বশেষ

ভারতের সিরিজের আগে সাকিবের ফর্ম নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ: শান্ত ভাবছেন নতুন বিকল্পের কথা

পাকিস্তান সিরিজের পর বাংলাদেশ ক্রিকেট দলের সামনে নতুন চ্যালেঞ্জ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ। ঐতিহাসিক সিরিজ জয় নিয়ে উচ্ছ্বসিত থাকলেও, বাংলাদেশ দলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানের বর্তমান অফফর্ম। বল হাতে কিছুটা ছন্দে থাকলেও ব্যাট হাতে বেশ কষ্টে রয়েছেন এই ৩৭ বছর বয়সী ক্রিকেটার। দেশের মাটিতে সফরের শুরুতেই সাকিবের অফফর্ম নিয়ে চিন্তিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আজ, রোববার (১৫ সেপ্টেম্বর), দেশ ছাড়ার আগে এক সাক্ষাৎকারে সাকিবের ফর্ম নিয়ে কথা বলেন শান্ত। তিনি বলেন, ‘সাকিব ভাইয়ের কাছ থেকে আগে যেমন প্রত্যাশা করেছিলাম, এবারও তেমনই আশা করছি। যদিও সাকিব ভাই ব্যাটিংয়ে রান করতে পারেননি, তবুও আমি আশা করি, এই সিরিজেই তিনি ভালো কিছু করবেন।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই সাকিব আল হাসান ছন্দে নেই। ব্যাট হাতে তার পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। বল হাতে যদিও কিছুটা আশার আলো দেখিয়েছেন, বিশেষ করে ইংলিশ কাউন্টি ক্রিকেটে এক ম্যাচে ৯ উইকেট নিয়ে, তবে ব্যাট হাতে দুই ইনিংসে তার রান ছিল মাত্র ১২ ও শূন্য। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে সাকিবের ছন্দে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিষয়টি নিয়ে নির্বাচক হান্নান সরকার বলেন, ‘সাকিবের ব্যাটিং আসলে ছন্দে নেই। ফর্ম খুবই গুরুত্বপূর্ণ। সাকিব ফর্মে নেই ঠিকই, তবে টেস্ট ক্রিকেটে ফর্ম ফিরে আসার সময় থাকে। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে হয়তো সেই সময়টা থাকে না। টেস্টে কিছু সময় থাকে। আমি বিশ্বাস করি, সাকিব যে মানের ক্রিকেটার, একটা ইনিংসই তার ফর্ম ফিরিয়ে আনতে পারে। যদি সে সেই ইনিংসটি খেলতে পারে, ফর্ম ফিরে আসবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *