সর্বশেষ

আইপিএলের সেরা একাদশে জায়গা করে নিলো বাংলাদেশের ১ জন ক্রিকেটার

গৌতম গম্ভীরকে নিয়ে ক্ষোভ আছে বাংলাদেশের অনেকেরই। কলকাতা নাইট রাইডার্সকে দুটি আইপিএল শিরোপা জেতানো অধিনায়ক নাকি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ঠিকভাবে মূল্যায়ন করতেন না- এ অভিযোগ অনেকেরই। তবে খেলার মাঠে ব্যাপারটা যে চায়ের কাপের ঝড় কিংবা সোশ্যাল প্ল্যাটফর্মের আলোচনা-সমালোচনার মতো নয়, এবার তা অনেকটাই স্পষ্ট হলো। গম্ভীর তার সতীর্থদের থেকে আইপিএলের সেরা যে একাদশ বেছে নিয়েছেন, সেখানে রেখেছেন সাকিব আল হাসানকে।

ভারতের একটি ক্রিকেট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর তুলে ধরেছেন তার বাছাইকৃত আইপিএলের সেরা একাদশ। আইপিএলে একাদশে রাখা যায় ৪ বিদেশিকে। গম্ভীর অবশ্য তার একাদশে বিদেশি ক্রিকেটার রেখেছেন ৬ জন।

গম্ভীরের একাদশে একজন উদ্বোধনী ব্যাটার তিনি নিজেই, অন্যজন রবিন উথাপ্পা। ওয়ান ডাউনে রাখা হয়েছে সূর্যকুমার যাদবকে। অলরাউন্ডারে ভরপুর সেই একাদশে ভারতের ইউসুফ পাঠানের সাথে আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, বাংলাদেশের সাকিব আল হাসান ও ত্রিনিদাদ তথা ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। স্পিনে আধিক্য দিয়ে সাজানো দলে গৌতম আরও রেখেছেন পীযুষ চাওলা, ড্যানিয়েল ভেট্টোরি ও ভারত জাতীয় দলে তার কোচিং প্যানেলের আরেক সদস্য মরনে মরকেলকে।

সব মিলে গম্ভীরের বেছে নেওয়া আইপিএলের সেরা একাদশে আছেন- গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, সূর্যকুমার যাদব, ইউসুফ পাঠান, জ্যাক ক্যালিস, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, সুনীল নারাইন, পীযুষ চাওলা, ড্যানিয়েল ভেট্টোরি, মরনে মরকেল।

শুধু আইপিএল সেরা একাদশই নয়, গম্ভীর বেছে নিয়েছেন অল টাইম ওয়ার্ল্ড প্লেয়িং ইলেভেনও; যাদের বিপক্ষে তিনি খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট। সেখানে আছেন অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেন, এবি ডি ভিলিয়ার্স, ব্রায়ান লারা, অ্যান্ডু সাইমন্ডস, ইনজামাম উল হক, আব্দুল রাজ্জাক, মুত্তিয়া মুরালিধরন, শোয়েব আখতার, অ্যান্ড্রু ফ্লিনটফ ও মরনে মরকেল।

একসময়ের সতীর্থ গম্ভীর আর ক’দিন পরই সাকিবের প্রতিপক্ষ হয়ে হাজির হবেন, তাও যেখানে কিনা তিনি সাকিবের প্রতিপক্ষ দলের প্রধান কোচ। ভারত-বাংলাদেশ সিরিজে টাইগারদের রুখে দেওয়ার কূটকৌশল গম্ভীরই সাজাচ্ছেন। টিম ইন্ডিয়ার প্রধান কোচ হওয়ার পর এটাই প্রথম টেস্ট সিরিজ। এরপর আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। ভারতের মাস্টারমাইন্ড তাই একসময়ের সতীর্থ সাকিব ও তার দলকে যে করেই হোক, কোণঠাসা করেই রাখতে চাইবেন আগামী ক’টা দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *