সর্বশেষ

হাসান মাহমুদকে দলে ভেড়াতে কোটি টাকার লড়াইয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিযোগিতা

হাসান মাহমুদের জন্য টানা দুটি টেস্ট ম্যাচে ব্যাক-টু-ব্যাক পাঁচ উইকেট শিকার (ফাইফার) নিঃসন্দেহে তার ক্রিকেট ক্যারিয়ারে একটি অসাধারণ মাইলফলক। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসেও ৫ উইকেট শিকার করেছেন তিনি। এই কীর্তি তাকে বাংলাদেশের মাত্র দ্বিতীয় পেস বোলার বানিয়েছে, যিনি পরপর দুটি ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছেন, তাও প্রতিপক্ষের মাঠে।

এওয়ে ম্যাচে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করা বোলারদের আন্তর্জাতিক ক্রিকেটে মূল্যায়ন আরও বেশি হয়। হাসানের এই পারফরম্যান্স তার সামর্থ্য এবং প্রতিভার প্রমাণ দিচ্ছে, যা বড় বড় ক্রিকেট লিগের নজরে আসতে বাধ্য। বিশেষ করে ভারতের বিপক্ষে ভালো পারফরম্যান্স করা প্রায় নিশ্চিতভাবেই তাকে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)-এর রাডারে নিয়ে আসবে। ভারতীয় কন্ডিশনে এমন দক্ষতা দেখানো পেসাররা আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে অত্যন্ত আকর্ষণীয়।

হাসান যদি পুরো সিরিজে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তবে তার আইপিএলে ডাক পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এমনকি যদি তাকে বেস প্রাইজে নিলামে তোলা হয়, তবুও কোনো না কোনো দল তাকে স্কোয়াডে নিতে আগ্রহী হবে, কারণ দলে এমন একজন পেসার থাকা সবসময়ই গুরুত্বপূর্ণ, যিনি বড় ম্যাচে প্রতিপক্ষকে ধ্বংস করতে পারেন।

ভারতের প্রায় সব গণমাধ্যমে এখন খবরের শিরোনাম হাসান মাহমুদকে নিয়ে। তাকে নিয়ে যত আলোচনা চলছে তাতে আইপিএলের দল গুলো নজরে চলে আসবেন হাসান মাহমুদ। বরাবরি বাংলাদেশের পেসারদের প্রতি দুর্বলতা কাজ আইপিএলের দল গুলোর।

এর আগে বেশ কয়েকবার তাসকিন শরিফুলকে চেয়ে বিসিবি চিঠি দিয়েছিল আইপিএলের বেশ কয়েকটি দল। এবার হাসান মাহমুদের প্রতি নজর দিয়ে আইপিএলের বেশ কয়েকটি ফ্র‌্যাঞ্চাইজি। জানা গেছে তাকে নিতে ৫-৭ কোটি খরচ করতে রাজি দল গুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *