সর্বশেষ

সাকিবকে নিয়ে গোপন রহস্য ফাঁস করে দিলেন ধারাভাষ্যকার তামিম

বাংলাদেশের ব্যাটিং ইনিংসে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়—সাকিব আল হাসান নিজের হেলমেটের ফিতা কামড়াচ্ছিলেন। এই ঘটনা টিভির ক্যামেরায় ধরা পড়ে এবং দর্শকদের মধ্যে প্রশ্ন ওঠে, কেন এমন করছেন তিনি?

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ মাত্র ১৪৯ রানে অলআউট হয়, ফলে ২২৭ রানের লিড নেয় ভারত। বাংলাদেশের ইনিংসে চাপ ছিল মারাত্মক, ১২.৫ ওভারে ৫ উইকেটে ৪০ রান। এই পরিস্থিতিতে লিটন দাসের সঙ্গে ষষ্ঠ উইকেট জুটিতে লড়াই চালাতে গিয়ে সাকিব হেলমেটের ফিতা কামড়াতে দেখা যায়।

দর্শকদের মধ্যে এই আচরণ নিয়ে নানা প্রতিক্রিয়া তৈরি হয়। কেউ মনে করেন, এটি কুসংস্কার; আবার কেউ ভাবেন, চাপের মুহূর্তে শাকিবের এই অভ্যাস। তবে ধারাভাষ্য কক্ষে তামিম ইকবাল জানান, এর পিছনে অন্য একটি কারণ রয়েছে। তিনি বলেন, “সাকিব মাথার পজিশন ঠিক রাখতেই এভাবে হেলমেটের ফিতা কামড়াচ্ছিলেন।”

তামিমের ব্যাখ্যাতামিম আরও জানান, শাকিব এই পদ্ধতিকে সতর্কতার অংশ হিসেবে দেখেন। মাথা কাত হলে ফিতার টান তাঁকে সঠিক অবস্থানে ফিরিয়ে আনে। ফলে তিনি মাথা সোজা রাখতে পারেন।

যদিও সাকিব সতর্কভাবে ব্যাটিং করছিলেন, কিন্তু ইনিংসের ৩১তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে ক্যাচ দিয়ে ৬৪ বল খেলে ৩২ রানে ফিরে যান। এভাবে হেলমেটের ফিতা কামড়ানো বিষয়টি এখনো দর্শকদের জন্য একটি রহস্যই রয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *