সর্বশেষ

পরের ম্যাচে সাকিবকে বাদ দেওয়া নিয়ে মুখ খুলেন শান্ত

মাঠের পারফরম্যান্স ও বাইরের নানা সমস্যার কারণে সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়ার প্রশ্ন উঠেছে। এম এ চিদাম্বরম স্টেডিয়ামের প্রেস বক্সে চেন্নাই টেস্ট হারের পর অধিনায়ক নাজমুল হাসান এই প্রশ্নের মুখোমুখি হন।

বাংলাদেশ থেকে সিরিজ কাভার করতে আসা সাংবাদিকের প্রশ্ন শুনে নাজমুল কিছুক্ষণ নিজেকে সামলে নিয়ে হেসে বললেন, “খুব সাহসী প্রশ্ন! মাশাআল্লাহ!” এরপর তিনি সাকিবের মাঠের বাইরের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে কৌশলে বলেন, “অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি, সেটা হলো কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাকের জন্য প্রয়োজনীয় কাজগুলো করছে কি না, দলের প্রতি তাদের ইন্টেনশন কেমন। আমি এসব বিষয় খেয়াল রাখি। আমি চেষ্টা করি দেখতে, ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত।”

নাজমুল আরও বলেন, “এটি শুধু সাকিবের প্রসঙ্গে নয়। নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই—সবাইকে একইভাবে মূল্যায়ন করি। রান করা বা না করার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের প্রস্তুতি ও দলের প্রতি চিন্তাভাবনা। দলকে ভালো কিছু দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে কি না, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আমি দলে থাকা ১৫-১৬ জন ক্রিকেটারের পারফরম্যান্সে খুশি।”

এর আগে সাকিবের চোখের সমস্যা ও আজ ব্যাটিংয়ের সময় আঙুলে আঘাত পাওয়ার বিষয়েও প্রশ্ন করা হয়। সে প্রশ্নেরও উত্তর দিতে গিয়ে নাজমুল আলোচনাটিকে দলের সামগ্রিক পারফরম্যান্সের দিকে নিয়ে যান। তিনি বলেন, “আঙুলের ব্যাপারটা, টেপ পেঁচিয়েছেন। বল লেগেছিল এবং সেখানে ব্লিডিংও হয়েছিল। আমি কখনো নির্দিষ্ট কারও পারফরম্যান্স নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। কারণ ক্রিকেট একটি দলীয় খেলা। পুরো দলের অবদানেই ম্যাচ জেতা সম্ভব। আমরা যদি সবাই মিলে অবদান রাখতাম, তাহলে ভালো কিছু হতে পারত। তাই আমি ব্যক্তিগত কাউকে নিয়ে চিন্তিত নই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *