সর্বশেষ

অবসরের ঘোষণা দিলেন সাকিব

টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে যা বললেন সাকিবগত কয়েক মাস ধরে ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না সাকিব আল হাসান। সাদা বলের ক্রিকেটে তিনি যেমন রান পাচ্ছেন না, তেমনি লাল বলের ক্রিকেটে তার ব্যাটও পাচ্ছেন না। আর সাম্প্রতিক সময়ে বল হাতেও কিনারা হারিয়েছেন এই অলরাউন্ডার। বয়স, ফিটনেস আর ফর্ম মিলিয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন সাকিব।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেখা যাবে না সাকিবকে। এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। আজ ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে এক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমার মনে হয় আমি আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি।

সাদা পোশাকে ক্যারিয়ার শেষ হওয়ার ইঙ্গিতও দিয়েছেন সাকিব। সুযোগ পেলে দেশের মাটিতে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা। সাকিব তার বিদায়ের মঞ্চ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজ পছন্দ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যদি মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলি, সেটাই হবে আমার শেষ টেস্ট।’

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেও ওয়ানডে খেলা চালিয়ে যাবেন সাকিব। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তিন ফরম্যাট থেকেই সাকিব অবসর নেবেন বলে গুঞ্জন রয়েছে। ততদিন পর্যন্ত এই অলরাউন্ডারকে শুধু ওয়ানডেতেই দেখা যাবে। তবে তাকে নিয়মিত খুঁজে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ছেড়ে গেলেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন সাকিব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগেও দেখা যেতে পারে দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকাকে।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *