সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। টুর্নামেন্ট শুরুর আগে ১৪ অক্টোবর প্লেয়ার্স ড্রাফট থেকে ক্রিকেটারদের দলে ভিড়িয়ে নিজেদের পছন্দের দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিরা। রাজধানীর একটি অভিজাত পাঁচতারকা হোটেলে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে বিপিএলের এবার আসরের ড্রাফট।
বিপিএলের গত আসরের হিসেব অনুযায়ী ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৮০ লাখ, ‘বি’ ৫০ লাখ, ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ লাখ, ‘এফ’ ১০ লাখ এবং ‘জি’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৫ লাখ টাকা করে পেয়েছিলেন। ৬০ লাখ টাকা পারিশ্রমিকের ‘এ’ ক্যাটাগরিতে আছেন ১২ ক্রিকেটার।
বিপিএলের গত মৌসুমে ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও মাশরাফি বিন মুর্তজাকে রাখা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে। যার ফলে গত বছর মাশরাফির মূল্য বেশী ধরা হলেও চলতি বিপিএলে ‘বি’ ক্যাটাগরিতে মাশরাফি বিন মুর্তজার মূল্য হচ্ছে ‘বি’ ৫০ লাখ।