ভারতের বিপক্ষে হতাশাজনক সিরিজ শেষ করে দিন দুয়েক আগেই দেশে এসে পৌঁছেছে বাংলাদেশ। এরই মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের। আগামী ২১ অক্টোবর থেকে ঘরের মাঠে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
প্রোটিয়া সিরিজ সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলায় এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহেসহ বিদেশি কোচিং স্টাফরা। আর এদিন দল ঘোষণা নিয়ে বসার কথা বিসিবির নির্বাচক প্যানেলের।
বৈঠক শেষেই দল নির্বাচন করে বিসিবির কাছে তালিকা জমা দিতে পারেন নির্বাচকরা। সেক্ষেত্রে আসন্ন সিরিজের দল ঘোষণা কাল অথবা পরশু যে কোনো সময় হতে পারে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল নিয়ে অবশ্য নির্বাচকদের কিছুটা কালক্ষেপণ করতেই হচ্ছে। কেননা সবশেষ ভারতের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন দলের টপ অর্ডার ব্যাটাররা। সেক্ষেত্রে আসন্ন সিরিজে নতুন করে কাউকে সুযোগ দেওয়া হবে কি না সেটা নিয়েও হয়তো থাকবে আলোচনা।
এদিকে, আলোচনায় আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও। সর্বশেষ ভারতের সিরিজের মাঝপথেই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। যদিও তার দেশে ফেরার বিরোধিতায় সরব একটি পক্ষ।
অন্যদিকে, সরকারের তরফেও সবুজ সংকেত পাওয়া গেছে সাকিবের খেলা নিয়ে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সম্প্রতি বলেছেন, ‘দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা তো থাকার কথা নয়। আমি যতটুকু জানি। আর আইনের বিষয়টা আইন মন্ত্রণালয় ব্যাখ্যা করতে পারবে। আমি বিশেষজ্ঞও না কিংবা আইন মন্ত্রণালয়ের দায়িত্বেও না।’
সম্ভাব্য স্কোয়াডে থাকতে পারেন যারা
সাকিব আল হাসান , জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত , মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, লিটন দাস, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান, নাঈম হাসান। নাহিদ রানা, খালেদ আহমেদ