শ্রীলঙ্কার কাছে হারের পর মুশফিক বলেছিলেন, ক্রিকেটারদের সমালোচনা যাঁরা করেন, তাঁদের উচিত আগে আয়নায় নিজের মুখ দেখে নেওয়া। অর্থাৎ আপনি আগে আয়নায় নিজের চেহারা দেখবেন। সেটা ঠিক থাকলে পরে অন্যের চেহারা নিয়ে কথা বলবেন। এরপর থেকেই ‘আয়না’ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য ‘টক অব দ্য ক্রিকেট’।
এবার একই ভুলে পা দিলেন শান্ত, সংবাদ সম্মেলনে শান্ত, সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শান্ত বলেন,‘আপনাদের থেকে অবশ্যই আমরা ভালো জানি কোন শর্ট খেলতে হয়।আমি যদি আপনার জায়গায় গিয়ে প্রশ্ন করা শুরু করি তবে এটা হয়ত বোকামি হবে।’তিনি আরো এক প্রসঙ্গে বলেন,‘সব সমাধান যদি স্ট্যাটাস দিয়ে হয় তাহলে আমিও প্রতিদিন একটা করে স্ট্যাটাস দিব’