এখনও মুস্তাফিজুর রহমানকে দলে ধরে রাখার সুযোগ আছে চেন্নাই সুপার কিংসের সামনে। আইপিএলের মেগা নিলাম এ মাসে। তার আগে প্রতিটি দলকে সুযোগ দেওয়া হয় ৬ জন ক্রিকেটারকে দলে ধরে রাখার। কেউ কেউ এই সুযোগ কাজে লাগালেও চেন্নাই সুপার কিংস রিটেইন করেছে ৫ ক্রিকেটারকে। তবে নিলামের দিন রাইট টু ম্যাচ নিয়ম কাজে লাগিয়ে নিলামের দামেই আরও একজন ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ আছে দলটির সামনে। আর সে নিয়ম কাজে লাগিয়ে একজন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াতে চাচ্ছে চেন্নাই।
চেন্নাইয়ের মেনেজমেন্ট গত আসরের শেষে বলেছিল মুস্তাফিজকে যদি পুরো টুর্নামেন্টের জন্য ছাড়পত্র দেয় তাহলে তারা মুস্তাফিজকে রিটেন করবে। বাংলাদেশের প্লেয়ারদের ছাড়পত্র দেওয়ার পেছনে সব থেকে বড় বাধা ছিল সাবেক বিসিবি প্রধান নাজমুল হাসান পাপান। যেহেতু পাপন আর নেই সেহেতু ছাড়পত্র পাওয়া নিয়ে মুস্তাফিজের থাকছে না আর কোনো বাধা। তবে চেন্নাই মুস্তাফিজকে রিটেন করেনি। কারণ মুস্তাফিজকে রিটেন করতে হলে সর্বনিম্ন ১১ কোটি রুপি খরচ করতে হত চেন্নাইকে। তাই তারা রাইট টু কার্ড নিয়মে আগের মূল্যেই মুস্তাফিজকে দলে নিতে মুখিয়ে থাকবে।