টেস্ট বোলার র্যাংকিংয়ে এসেছে বেশ পরিবর্তন। অস্ট্রেলিয়াকে হারিয়ে বোলার র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন জাসপ্রীত বুমরাহ। অপরদিকে, বাংলাদেশ হারলেও তাসকিন আহমেদ এক লাফে এগিয়েছেন ১৬ ধাপ। তবে পিছিয়েছেন তাইজুল ইসলাম, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। তবে অলরাউন্ডার র্যাংকিংয়ে সেরা তিনে উঠেছেন মিরাজ।
টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে আগের মতোই আছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসানও। তবে তার অবস্থানে ভাগ বসিয়েছেন মিরাজ। যৌথভাবে এখন তিনে আছেন সাকিব ও মিরাজ। তাদের দুইজনেরই রেটিং ২৬৯। মিরাজ তিন ধাপ এগিয়ে এই উন্নতি করেছেন।
পার্থ টেস্টে ভারতের অধিনায়কত্ব করা জাসপ্রীত বুমরাহ দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি বল হাতেও দারুণ পারফর্ম করে বোলার র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন। ২৯৫ রানের জয়ের ম্যাচে বুমরাহ শিকার করেন আটটি উইকেট। ম্যাচসেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি। এই পারফরম্যান্সে তিন থেকে একে উঠে এসেছেন বুমরাহ। তার রেটিং ৮৮৩।
শীর্ষ থেকে দ্বিতীয় স্থানে নেমেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। তার রেটিং ৮৭২। দুই থেকে তিনে নামা জশ হ্যাজলউডের রেটিং ৮৬০। ম্যাচটি না খেলেও উন্নতি হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। প্যাট কামিন্স দুই ধাপ নিচে নেমে যাওয়ায় অশ্বিন উঠেছেন চতুর্থ স্থানে। দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে আছেন শ্রীলঙ্কার প্রভাত জয়সুরিয়া।
অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে তিন ধাপ এগিয়ে ১১তম স্থানে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস ও চার ধাপ এগিয়ে ১৭তম স্থানে অবস্থান করছেন কেমার রোচ।
বাংলাদেশি বোলারদের মধ্যে সবার উপরে আছেন তাইজুল ইসলাম। তবে পাঁচ ধাপ অবনতি হয়েছে তার। ১৮তম স্থান থেকে নেমে গেছেন ২৩তম স্থানে। ভারতের মোহাম্মদ সিরাজ তিন ধাপ এগিয়ে এসেছেন ২৫তম স্থানে। এক ধাপ পিছিয়ে সিরাজের পরেই আছেন মিরাজ, ২৬তম। দুই ধাপ পিছিয়ে সাকিব নেমেছেন ৩৪তম স্থানে।
তবে উন্নতি হয়েছে তাসকিনের। একবারে ১৬ ধাপ এগিয়েছেন এই ডানহাতি ফাস্ট বোলার। তাসকিন এখন অবস্থান করছেন ৫১তম স্থানে। তার রেটিং ৩৮৩। এছাড়া নাঈম হাসান ৫৫তম, হাসান মাহমুদ ৫৭ তম, শরিফুল ইসলাম ৬৭তম স্থানে আছেন। শরিফুল চার ধাপ পিছিয়েছেন।
টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছেন জো রুট। দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন ভারতের যশস্বী জাইসওয়াল। তিনি ১৬১ রানের ঝলমলে ইনিংস খেলে ম্যাচটি ভারতের অনুকূলে নিয়ে যান। তিনি ক্যারিয়ারের নতুন সেরা রেটিং ৮২৫ নিয়ে দ্বিতীয় স্থানে আছেন। তবে রুটের চেয়ে ৭৮ রেটিং পয়েন্ট পিছিয়ে।
অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটসম্যান ট্রাভিস হেড পার্থে ৮৯ রানের ইনিংস খেলে তিন ধাপ উন্নতি করে দশম স্থানে উঠে এসেছেন, অন্যদিকে বিরাট কোহলি তার ৩০তম টেস্ট সেঞ্চুরির পরে নয় ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন। তবে দুই ধাপ পিছিয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তিনি এখন সপ্তম স্থানে। আর উসমান খাজা ও মারনাস লাবুশেন চার পিছিয়ে নেমেছেন যথাক্রমে ১২ ও ১৪তম স্থানে।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার উপরে আছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। যৌথভাবে ৩২তম স্থানে আছেন তারা। মুশফিক এক ধাপ পিছিয়েছেন এবং লিটন এক ধাপ এগিয়েছেন। এক ধাপ এগিয়েছেন মুমিনুল হকও। তিনি আছেন ৪৭তম স্থানে। এছাড়া ভারতের লোকেশ রাহুল ১৩ ধাপ এগিয়ে বসেছেন ৪৯তম অবস্থানে।
বাংলাদেশের সাকিব আল হাসান পিছিয়েছেন দুই ধাপ। নেমেছেন ৫৭তম অবস্থানে। এবং নাজমুল হোসেন শান্ত চার পিছিয়ে নেমে গেছেন ৫৯তম স্থানে। তবে, উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। এক ধাপ এগিয়ে মিরাজ ব্যাটিং র্যাংকিংয়ে ৬৭তম স্থানে আছেন। অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজের অ্যালিক অ্যাথানজের হয়েছে ১৮ ধাপ উন্নতি। এখন আছেন ৬২তম স্থানে।