সর্বশেষ

টি-টোয়েন্টিতেও অভিষেক হচ্ছে নাহিদ জানালেন কোচ ফিল সিমন্স

নাহিদ রানা—ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ারে রীতিমত সাড়া ফেলে দিয়েছেন। মাত্র ২২ বছর বয়সেই তার নামের পাশে লেগে গেছে বাংলাদেশের সর্বোচ্চ গতিময় বোলারের তকমা। এরই মধ্যেই ওয়ানডে ও টেস্টে দিয়েছেন সামর্থ্যের প্রমাণ। এবার টি-টোয়েন্টিতে নাহিদকে বাজিয়ে দেখতে চান অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ফিল সিমন্স।

গত মার্চে টেস্ট অভিষেকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংস মিলে পাঁচ উইকেট শিকার করা নাহিদ আরও নজর কাড়েন আগস্টে পাকিস্তান সফরে। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তার চার উইকেট জয়ের ভিত গড়ে দেয়। শুধু উইকেট শিকারেই নয়, গতির ঝড় তুলে তিনি শিরোনামে উঠে আসেন ক্রিকেট বিশ্বে।

এবার জ্যামাইকা টেস্টে আগ্রাসী বোলিংয়ে ক্যারিবিয়ান ব্যাটিং বিধ্বস্ত করে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের স্বাদ পান তিনি। যথারীতি গতি দিয়ে নজর কাড়েন তিনি এখানেও। দেড়শ কিলোমিটার ছাড়িয়ে যান নিয়মিতই। টি-টোয়েন্টিতেও নাহিদের এই গতি কাজে লাগাতে চান সিমন্স।

নাহিদের বিষয়ে সিমন্স বলেন, ‘শারজাহতে ওকে দেখে যতটা মুগ্ধ হয়েছিলাম, এখানে আরও বেশি হয়েছি। শারজাহতে একটি ওয়ানডে খেলেছিল সে এবং দারুণ করেছিল। কিন্তু এখানে এই ধরনের উইকেটে এতটা ধারাবাহিক হওয়া এবং লেংথে টানা বল রেখে যাওয়া। গতকাল দিনের শেষ সময়েও সে ১৪৫ কিলোমিটারের আশেপাশে গতিতে বোলিং করছিল।

সিমন্স আরও যোগ করেন, ‘আমরা এটা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছি, তার বোলিংয়ের পরিমাণ যেন ভারসাম্যপূর্ণ রাখা যায়, যাতে আমরা তাকে চোট থেকে দূরে এবং তীক্ষ্ন রাখতে পারি। সে একটি ওয়ানডে খেলেছে। আশা করি, তাকে টি-টোয়েন্টি স্কোয়াডেও পাব, যাতে এখানে অন্তত একটি টি-টোয়েন্টিতে তাকে খেলাতে পারি। আমরা তাহলে দেখতে পাব তার ভেতর আর কী আছে। না খেলালে জানতে পারব না, এই সংস্করণে আমাদের দেওয়ার কী আছে তার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *