সর্বশেষ

চুক্তির পুরো টাকা না পেয়ে রংপুরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল তাহির

গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রতিনিধি হয়ে খেলছে রংপুর রাইডার্স। গ্রুপ পর্বে আজ নিজেদের তৃতীয় ম্যাচে গায়ানা অ্যামজন ওরিয়র্সের মুখোমুখি হয়েছিল রংপুর। এই ম্যাচে গায়ানাকে নেতৃত্ব দিয়েছেন ইমরান তাহির। টস পর্বে কথা বলতে গিয়ে পুরোনো ঘটনায় রংপুরের সমালোচনা করে তাহিরবলেন ,ব্যাক্তিগত কারণে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচটি জিততে চাই।গতবছর বিপিএলে আমি রংপুরের হয়ে খেলেছি। কিন্তু চুক্তির পুরো টাকা আমি এখনো পাই নি।

এই প্রোটিয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে রংপুরের হয়ে খেলছেন। সেই আসরে তার সঙ্গে করা চুক্তির পুরো অর্থ ফ্র্যাঞ্চাইজিটি পরিশোধ করেনি বলে অভিযোগ তুলেছেন এই
তাহির বলেন, ‘আমি এই ম্যাচটি গায়ানার হয়ে জিততে চাই। ব্যক্তিগত কারণেও জিততে চাই। আমি রংপুর রাইডার্সের হয়ে সর্বশেষ বিপিএল খেলেছি কিন্তু এখনো চুক্তির পুরো অর্থ আমি পাইনি।’
‘গায়ানা তাদের স্বাগত জানিয়েছে, তাদের স্থানীয় খেলোয়াড়কে এখানে এনেছে। তারা এখানে কিছু অর্থ আয় করতে পারবে, ভালো ক্রিকেট খেলতে পারবে। তাদের দেখাতে চাই যে আমরা তাদের চেয়ে ভালো মানুষ।’-যোগ করেন তিনি।

গত বিপিএলে তাহির রংপুরের হয়ে ম্যাচ খেললেও পুরো আসরে তার সার্ভিস পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। আসরের শুরুতে দলটির হয়ে দুই ম্যাচ খেলার পর অন্য একটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *