সর্বশেষ

ছক্কার বন্যা দেখালেন তামিম, ব্যাটিংয়ের তান্ডব দেখে অবাক ক্রিকেটিবিশ্ব

দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরিয়ান তামিম ইকবালের আরেকটি তিন অংকের ইনিংস দেখতে উৎসুক হয়ে ছিল সবাই। চলতি এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের বিপক্ষে আজ সেপথেই

এগোচ্ছিলেন চট্টগ্রামের ওপেনার তামিম। কিন্তু সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে থামতে হলো দেশের সেরা এই ওপেনারকে। হতাশ হলেন দর্শকরাও।

রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। মাহমুদুল হাসান জয়ের (১৬ বলে ২২) সঙ্গে তামিমের ওপেনিং জুটিতে আসে ৩৮ রান। পরের কেউ বড় ইনিংস খেলতে না পারলেও এক প্রান্ত আগলে ছিলেন তামিম। ৩৭ বলে তিনি ফিফটি পূরণ করেন। এরপর হয়ে ওঠেন আরও বিধ্বংসী। দারুণ ব্যাটিংয়ে তিনি দ্রুত এগিয়ে যাচ্ছিলেন তিন অংকের দিকে।

কিংসটাউনকে এখন আর ‘মিরপুর’ মনে হচ্ছে না লিটনেরকিংসটাউনকে এখন আর ‘মিরপুর’ মনে হচ্ছে না লিটনের

নব্বইয়ের ঘরে যেতেই ছন্দপতন। মেহেদি হাসানের বলে বোল্ড হয়ে যান তামিম ইকবাল। শেষ হয় তার ৫৪ বলে ৭ চার ৬ ছক্কায় ৯১ রানের ঝলমলে ইনিংসটি। স্ট্রাইকরেট ছিল ১৬৮.৫২। এর আগে গত ১২ ডিসেম্বর সিলেট বিভাগের বিপক্ষে ৬৫ রান করেছিলেন তামিম। গত ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে ২১ রানে অপরাজিত থাকেন। এবার সেঞ্চুরির কাছে গিয়েও তাকে হতাশ হতে হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *