সর্বশেষ

দুই ম্যাচে জিতে র‍্যাংকিংয়ে হাসানের বড় লাফ এগোলেন তাসকিন-মেহেদী

বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নতুন ইতিহাস তৈরি করেছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে তারা সিরিজ জয় নিশ্চিত করেছে, এক ম্যাচ হাতে রেখেই। তৃতীয় ম্যাচে জয় পেলে বাংলাদেশ ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করবে।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশি অনেক ক্রিকেটার র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন। বিশেষ করে বোলারদের র‍্যাংকিংয়ে তাসকিন আহমেদ তিন ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না থাকা মুস্তাফিজুর রহমান দুই ধাপ পিছিয়ে ১৯তম স্থানে রয়েছেন।

দ্বিতীয় ম্যাচে দারুণ খেলা শেখ মেহেদী হাসান বোলারদের র‍্যাংকিংয়ে ১৮ ধাপ উন্নতি করে ২৩তম স্থানে আছেন। হাসান মাহমুদ সবচেয়ে বড় লাফ দিয়েছেন, ৩৮ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে চলে এসেছেন।

ক্যারিবিয়ানদের মধ্যে, সিরিজে ভালো পারফর্ম করার ফলে আকিল হোসেইন বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। রোস্টন চেইজ পাঁচ ধাপ এগিয়ে ২৪তম স্থানে পৌঁছেছেন, আর ওবেদ ম্যাককয় সাত ধাপ উন্নতি করে ৭০তম স্থানে রয়েছেন।

ব্যাটারদের মধ্যে বাংলাদেশিরা বিশেষ উন্নতি করতে পারেননি, তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা বেশ উন্নতি করেছেন। রভম্যান পাওয়েল দশ ধাপ এগিয়ে ২২তম স্থানে, এবং জনসন চার্লস ছয় ধাপ এগিয়ে ১৯তম স্থানে রয়েছেন। শীর্ষস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে আছে। সিরিজের তৃতীয় ম্যাচটি ২০ ডিসেম্বর, বাংলাদেশ সময় সকাল ৬টায় অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *