সর্বশেষ

বিগ ব্যাশ খেলতে না পারা নিয়ে মুখ খুললেন রিশাদ

চলমান বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার কথা ছিল রিশাদ হোসেনের। সাকিব আল হাসানের পর তিনিই সুযোগ পেয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের ঘরোয়া এই আসরে। তবে বিপিএলের কারণে শেষ পর্যন্ত খেলা হয়নি এই টাইগার লেগ স্পিনারের। পরে রিশাদের বদলি হিসেবে আফগানিস্তানের বাঁহাতি স্পিনার ওয়াকার সালামখিলকে দলে যুক্ত করেছিল হোবার্ট।

অবশ্য বিপিএলেও বরিশালের হয়ে শুরুর ম্যাচগুলোতে ছিলেন না রিশাদ। গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের পরে সংবাদ সম্মেলনে এই লেগস্পিনারের কাছে অনেকটা অবধারিতইই ছিল বিগ ব্যাশ প্রসঙ্গ। রিশাদও জানিয়েছেন তার খোলাখু্লি উত্তর।

হোবার্টে খেলতে না পারায় আক্ষেপ আছে কি না এমন প্রশ্নে রিশাদ বলেন, ‘আমি আগেই বলেছি কোনো কিছু নিয়ে আমি আক্ষেপ করি না। যেদিন যেটা থাকে সেটা নিয়েই কাজ করতে চাই। বিপিএল চলছে এখন বিপিএল নিয়েই চিন্তা করছি। বিগ ব্যাশ হয়নি, রিজিকে ছিল না। পরেরবার হবে ইনশাআল্লাহ।’

এমনকি বিপিএলে বরিশালের একাদশের বাইরে থাকলেও তার কোনো আক্ষেপ নেই, ‘টিম কম্বিনেশনের কারণেই বাইরে ছিলাম। আমার এতটা অস্বস্তি লাগেনি। দলের জন্য যা দরকার তাই হবে। ক্যাপ্টেন-কোচ তেমন কিছু বলেনি। শুধু বলেছে টিম কম্বিনেশনের জন্যই বাইরে ছিলাম।’

দলের প্রয়োজনে একাদশের বাইরে থাকতে কোনো আপত্তি নেই রিশাদের, ‘এত কিছু তো চিন্তা করি না। প্রতিদিন খেলার প্রস্তুতি থাকে। টিম কম্বিনেশনের জন্য না খেললে এটা তো আমার হাতে নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *