সর্বশেষ

শোয়েব আখতারকে নিয়ে যা বললেন নাহিদ রানা

পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে টাইগার পেসার নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়ে দারুণ খুশি নাহিদ। রংপুর রাইডার্সের পেজে এক ভিডিও বার্তায় জানিয়েছেন খুশির কথাও।

সেখানে নাহিদ বলেন, ‘সবার প্রথমে উপরওয়ালার প্রতি শুকরিয়া জানাতে চাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ।’

তবে এখনই পিএসএল নিয়ে ভাবতে চান না নাহিদ। ডানহাতি এই পেসারের ভাবনায় আপাতত বিপিএল। এ নিয়ে নাহিদ বলেন, ‘এখনো অতদূর ভাবিনি। রংপুর নিয়েই ভাবছি। যেহেতু বিপিএল চলছে। বিপিএল নিয়ে ভাবছি। তো এখনো অত কিছু ভাবিনি। চিন্তা করছি বিপিএল কীভাবে ভালোভাবে শেষ করা যায়।’

পাকিস্তানে গেলে শোয়েব আখতারের সঙ্গে দেখা হবে নাহিদের। জানালেন তার থেকে শেখার কথা, ‘অবশ্যই তিনি একজন কিংবদন্তি বোলার। একজন কিংবদন্তি বোলারের সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখা যায়। যদি সুযোগ হয় তো শিখব।’

বিজ্ঞাপন

শোয়েবের গতির রেকর্ড ভাঙা প্রশ্নে নাহিদ বলেন, ‘এর আগেও আমি বলেছি যে কোনো কিছু বা রেকর্ড ভাঙার ইচ্ছে নেই। নাহিদ রানার মতোই কিছু করার চেষ্টা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *