ক্রিকেটে দল থেকে বাদ পড়া ও দারুণ পারফরম্যান্সের সুবাদে দলে ডাক পাওয়ার ঘটনা খুবই স্বাভাবিক। তবে দল থেকে এই বাদ পড়ার ঘটনা কখনো কখনো কারও জন্য হয়ে উঠে হৃদয়বিদারক। যেই ঘটনা এবার বলতে গিয়েও আবেগপ্রবণ হয়ে উঠেছেন ভারতের তারকা ওপেনার শেফালি ভার্মা।
গত নভেম্বর ভারতের অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা হয়নি শেফালি ভার্মার। তবে দল থেকে বাদ পড়লেও সে কথা তিনি বলতে পারেননি তার বাবাকে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে জীবনের কঠিন সেই মুহূর্তের কথাই এবার জানিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়ার সময়গুলো কতটা কঠিন ছিল শেফালির জন্য; সেটি জানাতে গিয়ে শেফালি টেনে আনেন তার বাবাকে। জানান, দল থেকে বাদ পড়ার ঠিক দু’দিন আগে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন তিনি। যে কারণে দল থেকে বাদ পড়ার সংবাদটি বাবাকে বলতে পারেননি তিনি।
শেফালি জীবনের কঠিন সেই সময় নিয়ে বলেন, ‘এটা কাটিয়ে ওঠা সহজ নয়। আমি এটা জানাতে চাইনি কারণ আমি দল থেকে বাদ পড়ার প্রায় দুই দিন আগে আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। তাই তিনি সুস্থ না হওয়া পর্যন্ত আমি তার কাছ থেকে খবরটি লুকিয়ে রেখেছিলাম। কারণ তিনি হাসপাতালে ছিলেন। যে কারণে সংবাদটি আমি তাকে এক সপ্তাহ পরে বলেছিলাম।’
বাবার হাত ধরেই শেফালির ক্রিকেটার হয়ে উঠা। তাই সেই বাবাকে কঠিন এই সংবাদটি দিতে পারেননি তিনি। তবে পুণরায় দলে ফিরতে বাবায় যে তার শক্তি হিসেবে কাজ করেছে সেটাও জানিয়েছেন শেফালি।
শেফালি বলেন, ‘বাবা সবই জানেন, কখনও কখনও বাচ্চা হিসাবে আমরা আমাদের শক্তি ভুলে যাই কিন্তু তারা ভুলে যায় না। তিনি আমাকে আমার শৈশব থেকে ওয়ার্কআউট এবং ড্রিলসের কথা মনে করিয়ে দিয়েছিলেন। যা আমাকে ফিরতে সাহায্য করেছিল।’
দল থেকে বাদ পড়ার পর দলে ফিরতে ঘরোয়া ক্রিকেটে নিজেকে ভিন্নভাবে চিনিয়েছেন শেফালি। এ সময়ে দুটি ঘরোয়া টুর্নামেন্টে ১২ ম্যাচে
৫২৭ ও ৪১৪ রান করেছেন। যেখানে তিনটি সেঞ্চুরি ও ৫টি ফিফটি রয়েছে। তাই তিনি যে আসন্ন সিরিজেই তার পুরস্কার পাবেন তা অনুমেয়ই।