সর্বশেষ

ঠাকুরঘরে ঢুকে ফণা তুলছে বিষাক্ত কোবরা, খোঁচা দিতেই ঘটলো বিপত্তি! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

এই সাপের দংশনের ১৫ মিনিট থেকে ২ ঘণ্টার মধ্যে বিষক্রিয়ার লক্ষণগুলি প্রকাশ পায় বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিনোদনের পাশাপাশি বিভিন্ন প্রানীর ভিডিও ভাইরাল হতে দেখা যায়। পৃথিবীর এই বিচিত্র প্রাণীকুল এর মধ্যে অন্যতম হলো সাপ। সাপ একটি সরীসৃপ প্রাণী। আন্টার্টিকা ছাড়া পৃথিবীর প্রায় সব দেশেই এর দেখা মেলে। সাপকে মূলত বিষধর প্রাণী বলেই




সকলে চেনে। এমন অনেক সাপ আছে যাদের দংশনে তৎক্ষণাৎ মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে সব সবচেয়ে বিষধর এমনটা নয় কিছু কিছু সাপের বিষ থাকে না বা থাকলেও

তা অতি সামান্য। শত্রুপক্ষকে ঘায়েল করতে বা আত্মরক্ষার জন্যই অনেক সময় সাপ দংশন করে থাকে। নচেৎ সাপ একটি নিরীহ প্রাণী। বিভিন্ন প্রজাতির সাপের ভিডিও আকছাড় সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় এবং মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। পৃথিবীতে যে কত প্রজাতির কত রকমের সাপ হয় বা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যই বা কি তা আমরা অনেকটাই




জানতে পারি এই ভিডিওগুলি মারফত। মাঝেমধ্যে‌ভাইরাল হওয়া ভিডিওগুলি দেখলে ভয়ে কেঁপে ওঠে মানুষ। এই সাপের ফণার পিছনে পুরোনো দিনের ডাঁটি ছাড়া জোড়া-চোখো চশমার মত দাগ থাকায় এর নাম হয়েছে স্পেকটাকল্ড কোবরা। এই সাপটি ভারতীয় উপমহাদেশের স্থানীয় এবং

ভারত ছাড়াও পাকিস্তান,বাংলাদেশ শ্রীলঙ্কা এবং দক্ষিণ নেপাল জুড়ে পাওয়া যায়।এই কোবরা তার বিচরণ ক্ষেত্রনুযায়ী নানা রং ও প্যাটার্নে পরিবর্তিত হয়। এই প্রজাতির ভেন্ট্রাল স্কেলের রঙ হয় ধূসর, হলুদ, বাদামি, লালচে বা কালো। ইন্ডিয়ান কোবরা বা




গোখরোর বিষে সিনাপটিক নিউরোটক্সিন ও কার্ডিওট্রক্সিন থাকায় এই সাপের দংশনে মানুষের কার্ডিয়াক অ্যারেস্ট ও শ্বাসকষ্ট হতে পারে। এই সাপের দংশনের ১৫ মিনিট থেকে ২ ঘণ্টার মধ্যে বিষক্রিয়ার লক্ষণগুলি প্রকাশ পায়।

এমনই একটি হাড় হিম করা সাপের ভিডিও আপলোড করা হয়েছে ইউটিউবে।মির্জাএমডিআরিফ (MIRZA MDARIF) নামক এক ব্যক্তির ইউটিউব চ্যানেল থেকে সাপের এই ভিডিওটি আপলোড করা হয়।




ভিডিওটিতে একটি গৃহস্থ বাড়ির ঠাকুর ঘরে বড়ো গোখরো সাপের দেখা মিলেছে। গোখরো একটি বিষধর প্রজাতির সাপ। এই সাপের বিষে বহু মানুষ মারা যায়। এই সাপের বৈজ্ঞানিক নাম নাজা নাজা (Naja Naja) এবং ইংরেজি নাম ইন্ডিয়ান কোবরা (Indian Cobra)। এছাড়াও স্পেকটাকল্ড কোবরা (Spectacled Cobra), এশিয়ান কোবরা (Asian Cobra) বা বাইনোসেলেট কোবরাও (Binocellate Cobra) বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের বাংলায় এই সাপকে সকলেই গোখুরা বা গোখরো বলে চেনে। আবার পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে এই সাপের নাম খড়িস। এই প্রজাতির সাপ বৃহৎ নাজা গনের অন্তর্ভুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *