সাপ এবং ঈগল উভয়ই একে অপরের শত্রু। কখনও সাপ ঈগলকে পরাজিত করতে সফল হয়, আবার কখনও ঈগল সাপকে পরাজিত করে। আর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনই একটি সাপ এবং ঈগলের লড়াই। আর সেই লড়াই দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তাই আর সময় ব্যয় না করে ঝটপট, এই অদ্ভুত লড়াই সম্পর্কে জেনে নেওয়া যাক।
আসলে ঈগলটি প্রথমে সাপটিকে শিকার করতে এসেছিল। সে সাপটিকে তার নখ দিয়ে মাটিতে চেপে ধরে রেখেছিল। সে সাপটিকে খাওয়ার চেষ্টাও করেছিল। কিন্তু মুহূর্তের মধ্যে পরিস্থিতি পালটে যায়।
হঠাৎ করেই সাপটি ঈগলকে আক্রমণ করে। তারপর সাপটি ধীরে ধীরে ঈগলকে চেপে ধরে। ভিডিয়োতে আপনি দেখতে পাবেন যে সাপটি ঈগলকে পেচিয়ে ফেলেছে।
শেষ পর্যন্ত ঈগল পরাজয় মেনে নেয় এবং সাপ নিজেকে বাঁচাতে সফল হয়। এই ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখলে বুঝবেন জীবনে কাজ দ্রুত শেষ করে ফেলা উচিৎ, নইলে যে কারোর অবস্থা এই ঈগলের মতো হতে পারে। এই ভিডিয়োটি মাইক্রো ব্লগিং সাইট X -এর হ্যান্ডেল @AMAZlNGNATURE -এ শেয়ার করা হয়েছে৷ নিচে ভিডিয়োটি দেখুন: