ইঁদুর ধরা ফাঁদ হল একটি বিশেষ ধরণের প্রাণীর ফাঁদ যা প্রাথমিকভাবে ইঁদুর ধরার জন্য এবং সাধারণত, ইঁদুর মারার জন্য নকশা করা হয়েছে। ইঁদুরধরা ফাঁদগুলি সাধারণত এমন স্থানে স্থাপন করা হয় যেখানে ইঁদুরের সন্দেহজনক উপদ্রব রয়েছে।পৃথিবীতে এক ধরনের বন্য ইঁদুর আছে যেগুলো মানুষের ক্ষতি ছাড়া আর কিছুই বোঝে না।
সামনে যা পায় ধারালো দাঁত দিয়ে মুহূর্তেই টুকরো টুকরো করে দেয়। এক জায়গাতে আপনি একটি বই রাখলেন, কিছুদিন পর দেখলেন সেখানে আর বইটি নেই আছে তার ধংসাবশেষ। এরকম অনেক মুল্যবান জিনিসপত্র আছে যা ইঁদুরে নষ্ট করে দিয়েছে। তাই আজকে এই ইঁদুর মারার একটি সহজ কৌশল আপনাদের বলছি। এ কৌশল প্রয়োগ করতে একটি পানির বোতল প্রয়োজন হবে। যার মাধ্যমে আপনি সহজেই ইঁদুরকে ফাঁদে ফেলতে পারবেন।
আমাদের দেশে কয়েক প্রজাতির ইঁদুর আছে। তার মধ্যে ছোট ছোট এক ধরনের ইঁদুর রয়েছে। যেগুলো দেখতে খুব সুন্দর। কেউ আবার ইঁদুরকে বাড়িতে পুষে।বিশেষ করে এক ধরনের ছোট ইঁদুরকে ১৯ শতাব্দী পর্যন্ত লালন পালন করে আসছিল মানুষ। ট্রামড নামের এক ধরনের ইঁদুর আছে যেগুলো তোতা পাখির মতো। যা শেখাবেন তাই বলবে। গৃহপালিত প্রাণীর মতো তারা থাকতো মানুষের কাছে।
এদিকে, মাইস নামের এক ধরনের ছোট ইঁদুর আছে যেগুলো সারা পৃথিবীতে দেখা যায়। কিন্তু এক ধরনের বন্য ইঁদুর আছে যেগুলো মানুষের ক্ষতি ছাড়া আর কিছুই বোঝে না। সামনে যা পাই ধারালো দাঁতি দিয়ে টুকরো টুকরো করে দেয়। এক জায়গাতে আপনি একটি বই রাখলেন, কিছুদিন পর দেখলেন সেখানে আর বইটি নেই আছে তার ধংসাবশেষ। এ রকম অনেক মুল্যবান জিনিসপত্র আছে যা ইঁদুরে নষ্ট করে দিয়েছে।
তাই আজকে ইঁদুর মারার জন্য উঠে পড়ে লেগেছি। কিন্তু এসব দুষ্ট ও চালাক ইঁদুরকে ধরা তো সহজ কথা না। অনেক কাঠখড়ি পুড়িয়ে মারতে হয় ইঁদুরগুলোকে।ইঁদুর একটি অত্যন্ত ক্ষতিকর প্রাণী। একটি মাত্র পদ্ধতি দ্বারা ইঁদুর দমন করা বাস্তবে সম্ভব নয়। ইঁদুর দমন পদ্ধতি সঠিক স্থানে, সঠিক সময়ে ও সঠিকভাবে প্রয়োগ করতে হবে।নিজের বাড়ির ইঁদুর নিজেকেই মারতে হবে। এটি বাস্তব কথা কিন্তু একা ইঁদুর দমন করা সম্ভব নয়।
ইঁদুর সমস্যা একটি সামাজিক সমস্যা। সমাজের সবার সহযোগিতা ছাড়া ইঁদুর দমন সম্ভব নয়। ইঁদুর দমন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ ও উপকরণ দিয়ে সহায়তা ও ইঁদুর দমন কর্মসূচির জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলা প্রয়োজন।তাহলে কিভাবে মারবেন এই প্রজাতির ইঁদুরকে।
একটি বাশের মাধ্যমে সহজেই ইঁদুর ধরার ফাঁদ তৈরি করে ফেলুন। যার সাহায্যে এই প্রজাতির দুষ্ট ইঁদুরকে সহজেই ফাঁদে ফেলতে পারবেন আপনি।এ বিষয়ে একটি ভিডিও শেয়ার করলাম। মাএ এক খন্ড বাশ দিয়ে তৈরি করা হয়েছে এই ইঁদুর ধরার ফাঁদ। প্রথমে আপনি লম্বা চেয়ে একটি বাঁশ কেটে নেবেন।সেদিকে লক্ষ্য রাখতে হবে যাতে বাশটি সোজা হয়। বাঁকা হলে ইঁদুর মারার যন্ত্রটি বানানো যাবে না।
তারপর একটি ধারালো দাঁ দ্বারা বাশটি কেটে নিবেন।কেটে নেওয়ার পর বাসটি ভালোভাবে ছাঁটাই করার পর মাঝখানে একটি ছিদ্র করবেন। প্রায় চার হাতের একটি বাঁশকে প্রথম দিকের প্রথম গিরাটি রেখে সম্পূর্ণটা চিকন করে কেটে নিবেন। কেটে নেওয়ার পর সামনের অংশটি সাথে সুতা বেধে ঘোড়ায় আনতে হবে। সম্পুর্ন ভিডিও টি দেখলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। তাই সম্পুর্ন ভিডিও টি দেখার অনুরোধ রইলো।