সোশ্যাল মিডিয়া আজকাল নানা ধরনের ভিডিওতে ছড়াছড়ি। এই সমস্ত ভাইরাল ভিডিওর মধ্যে অধিকাংশ দেখা যায় জীবজন্তুদের ভিডিও। জীবজন্তুদের মধ্যে আবার বেশি থাকে সাপেদের ভিডিও। সাপ (Snake), এই নামটার মধ্যেই মিশে রয়েছে একটা আতঙ্ক। এই প্রাণী দেখতে অবলা হলেও মানুষ এই প্রাণী থেকে শত হাত দূরে থাকতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করে।
সোশ্যাল মিডিয়া আজকাল মাঝেমধ্যে সাপেদের ভিডিও ভাইরাল হতে দেখা যাচ্ছে। সম্প্রতি তেমনি একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাপের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে একটি সাইকেলের উপর ফণা তুলে বসে রয়েছে কিং কোবরা (King Cobra)। ভিডিওটি দেখে শিহরণ দিয়েছেন নেটিজেনদের গায়ে। তবে ভিডিওটিতে একটি নয়, দুটি কোবরা সাপকে দেখানো হয়েছে।
একটি সাপ বসেছিল সাইকেলের সিটের উপর এবং একটি সাপ বসেছিল সাইকেলের ক্যারিয়ারে। এই ভিডিওটি দেখে বোঝা যাচ্ছিল যে, যিনি ভিডিওটি করেছেন তিনি সাইকেলের খুব কাছেই দাঁড়িয়ে ছিল। ভিডিওটিতে যে সাপটিকে দেখা গিয়েছে সেটা কোবরা প্রজাতির সাপ। পশ্চিমবঙ্গে এই সাপকে ‘গোখুরা’ বা ‘গোখরো’ বলা হয়।
পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে এই সাপ ‘খারিস’ নামে পরিচিত। ভারতীয় উপমহাদেশে বিষধর সাপেদের মধ্যে অন্যতম এটি। ইংরেজিতে এই সাপটির নাম ‘স্পেক্টাকল্ড কোবরা’ (spectacled cobra)। এই সাপের বৈজ্ঞানিক নাম ‘নাজা নাজা’ (Naja Naja)। ‘গোগা নি দয়া’ (Goga Ni Daya) নামক একটি ইন্সটাগ্রাম (Instagram) অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে।
ইতিমধ্যেই ১৬ হাজার জন মানুষ ভিডিওটি লাইক করেছেন। কমেন্ট বক্স ভরে উঠেছে নেটিজেনদের নানারকম মন্তব্যে। ভিডিওটিতে কতটা ভয়ানক তারই প্রমাণ মিলেছে ভিডিওটির কমেন্ট সেকশনে। বন জঙ্গল কেটে দেওয়ার কারণে এখন সাপেরা আশ্রয়ের জন্য মাঝেমধ্যেই বসতি স্থানে চলে আসছে। এই ভিডিওটি সেরকম একটি ভিডিও। এই সাপটিকে উদ্ধার করে পরে কোনো জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছে কিনা তা জানা যায়নি।