ইন্টারনেটের যুগে কত আলাদা ধরনের ছবি, ভিডিও ভাইরাল হচ্ছে। যা দেখলে আমরা সকলেই হুঁশ হারাতে বাধ্য। সম্প্রতি, এমনই একটি ভিডিও দারুণ ভাইরাল হল সোশ্যাল মিডিয়ার পর্দায়, যা দেখলে সবারই চোখ কপালে উঠতে বাধ্য।
যদিও সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত মানুষের থেকেও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে পশু-পাখিদের একেকটা মজাদার ভিডিও! তবে এরকম তাজ্জব দৃশ্যগুলি সোশ্যাল মিডিয়া ছাড়া কখনও খালি চোখে দেখতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়াও বর্তমান সময়ে মানুষের পাশাপাশি পশু-পাখিদেরও বিভিন্ন রকমের প্রতিভার ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হচ্ছে প্রতিনিয়ত।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি শালিক পাখি অবিকল মানুষের ভাষায় কথা বলছে, যা দেখে চোখ কপালে উঠবে সবার। আমরা জানি, কথা বলা পাখিদের মধ্যে সাধারণত টিয়া, চন্দনা, কাকাতুয়া, ময়না প্রভৃতি পাখিরা মানুষের স্বর অনুকরণ করে কথা বলতে পারে।
কিন্তু শালিককে কখনই এই তালিকায় ফেলা যায়না, কারণ, শালিককে কোনোদিনই কথা বলতে দেখা যায়নি। কিন্তু, প্রশিক্ষণ দিলে যে, সবকিছুই সম্ভব তা কে বলতে পারে! এই ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি বাড়ির উঠানের মধ্যে একটি শালিক পাখি বসে মাঝে মাঝে পা দিয়ে তার মাথা চুলকাচ্ছে।
পাখিটির পাশেই আরেকজন বসে আছেন, সম্ভবত তার মালিক হবে। তাঁর সঙ্গেই শালিকটি অনবরত কথা বলে চলেছে। ব্যক্তিটি পাখিটিকে বলছে ‘কে কথা বলছে?’
তার উত্তরে পাখিটি বলে ‘আমি কথা কইছি’। আবার কখনো পাখিটি বলে ওঠে ‘আমি মাছ চুরি করিনি’ অথবা ‘তোমার কথা খুব মিষ্টি’র মতো এই ধরনের কথা। ‘রাকিব এন্টারটেইনমেন্ট’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। যাতে এখনো পর্যন্ত কয়েক হাজার পছন্দের সংখ্যা অতিক্রম করেছে।