করোনাকালীন পরিস্থিতিতে ঘরবন্দি মানুষ ধীরে ধীরে ডিজিটাল মিডিয়ার দিকেই ঝুঁকেছে। তাই প্রেক্ষাগৃহের পরিবর্তে ওটিটি মাধ্যমগুলিকেই বিনোদনক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে আর এই অনলাইন থিয়েটার জনপ্রিয় হওয়ার পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠেছে এডাল্ট ওয়েবসিরিজ সমূহ। যৌ তা র উপর আধারিত এই ধরণের বেশিরভাগ ওয়েবসিরিজগুলি প্রাপ্তবয়স্ক বিনোদনের অন্যতম উৎস।
Saree Ki Dukaan
উল্লু,কোকু,প্রাইম শর্ট প্রভৃতি প্ল্যাটফর্মগুলিতে নিত্যদিন রিলিজড হয়ে চলেছে একের পর এক ওয়েবসিরিজ। আর রিলিজ হতেই তাতে ভিড় করছে হাজার হাজার মানুষ। সম্প্রতি উল্লু প্ল্যাটফর্মে রোম্যান্টিক ড্রামার উপর নির্ভর করে “চরম সুখ” ক্যাটাগরির অন্যতম ওয়েব সিরিজ “শাড়ি কি দুকান” বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেছে।