সর্বশেষ

দেখে নিন বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা

শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল থেকে শুরু হয়েছে অনুশীলন। যেখানে প্রথম দিনেই অনুশীলন করেছে টুর্নামেন্টের ২ ফেভারিট দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে দেখে নিন বিপিএলে সর্বোচ্চ ৬ রান সংগ্রাহকের তালিকা।




১. তামিম ইকবাল : বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। ৭৮ ইনিংসে ৩৮.৬৪ গড়ে ২৬২৮ রান করেছেন তামিম ইকবাল। স্ট্রাইক রেট ১২২.৬৩ সেঞ্চুরি করেছেন দুইটি এবং হাফ সেঞ্চুরি করেছেন ২৩ টি সর্বোচ্চ অপরাজিত ১৪১ রান।




২. মুশফিকুর রহিম : তামিম ইকবালের সাথে রান সংগ্রহের তালিকায় লেগে রয়েছেন মুশফিকুর রহিম। বিপিএলে ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। ৯০ ইনিংসে ৩৭.২৩ গড়ে ২৫২৫ রান করেছেন মুশফিকুর রহিম। স্ট্রাইক রেট ১৩৩.৪৫। কোন সেঞ্চুরির দেখা না পেলেও ১৬ টি হাফ সেঞ্চুরি করেছেন মুশফিক। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯৮ রান।




৩. মাহমুদুল্লাহ রিয়াদ : বিপিএলে রান সংগ্রহের তালিকায় তৃতীয় নম্বর রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিপিএলে এখন পর্যন্ত ৮৬ ইনিংসে ২৭ গড়ে ২০৭৫ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। কোন সেঞ্চুরি করতে না পারলেও দশটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি সর্বোচ্চ স্কোর ৭০ রান।স্ট্রাইক রেট ১২০.২৮।




৪. ইমরুল কায়েস : রান সংগ্রহের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান হয়ে দুইবার শিরোপা জয়ী অধিনায়ক ইমরুল কায়েস। বিপিএলে এখন পর্যন্ত ৯১ ইনিংস ব্যাটিং করেছেন ইমরুল। যেখানে ব্যাট হাতে করেছেন ১৯৭০ রান। কোন সেঞ্চুরি করতে না পারলেও মাত্র ৯ টি হাফ সেঞ্চুরি করেছেন ইমরুল। স্ট্রাইক রেট ১১৭.৩৩।

৫. এনামুল হক বিজয় : বিপিএলে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক জাতীয় দলের আরেক উইকেট কিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয়। বিপিএলে এখন পর্যন্ত ৮৯ ইনিংসে ১৮০৮ রান করেছেন বিজয়। যেখানে কোন সেঞ্চুরি করতে না পারলেও করেছেন আটটি হাফ সেঞ্চুরি। স্ট্রাইক রেট ১১৬.৫৬।




৬. সাকিব আল হাসান : বিপিএলে রান সংগ্রহের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৮৬ ইনিংসে সাকিব করেছেন ১৭৬৭ রান। স্ট্রাইক রেট ১৩১.৪৭। রয়েছে ৮ টি হাফ সেঞ্চুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *