সর্বশেষ

মাশরাফি কত ভালো, তা প্রকাশে ভাষা খুঁজে পাচ্ছেন না ইমাদ

ঢাকা ডমিনেটরসের বিপক্ষে আজ উইকেট নেওয়ার এক ফাঁকে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ইমাদ ওয়াসিমকে। সিলেট স্ট্রাইকার্স অধিনায়কের সঙ্গে কী নিয়ে যেন মজা করছিলেন পাকিস্তানি স্পিনার। বোঝাই যাচ্ছিল, মাশরাফির সঙ্গে তাঁর বোঝাপড়া বেশ জমেছে।




ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও মাশরাফির প্রশংসা করলেন ইমাদ। ম্যাচে ৩ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার বলেছেন, মাশরাফি কতটা ভালো, তা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ তাঁর কাছে নেই। ঢাকা ডমিনেটরসকে আজ ৪ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়ে টানা পঞ্চম জয় পেয়েছে সিলেট। আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১২৮ রান তুলেছিল ঢাকা। ঢাকার মিডল অর্ডার ভেঙেছেন বাঁহাতি স্পিনার ইমাদ।




দিলশান মুনাবিরা, রবিন দাস ও মোহাম্মদ মিঠুনকে তুলে নেন। ঢাকা এরপর আর বেশি দূর এগোতে পারেনি। ব্যাটিংয়ে নেমে ২০ বলে ১১ রান করা ইমাদই ম্যাচসেরা। সিলেট অধিনায়ক মাশরাফির প্রশংসা করে ম্যাচ শেষে ইমাদ বলেছেন, ‘সে বাংলাদেশের হয়ে ২০ বছর খেলেছে। ক্রিকেটের কিংবদন্তি। অসাধারণ নেতা ও দারুণ মানুষ। ক্রিকেটে ওঠা-নামা সম্পর্কে জানেন; কারণ, ২০০০ সাল থেকে ক্রিকেট খেলছেন।




সে কতটা ভালো, তা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমার কাছে নেই। তার জন‌্য আমার সবটুকুই সম্মানের।’ ইমাদ জানালেন, মাশরাফিকে তিনি বড় ভাইয়ের মতোই সম্মান করেন, ‘তাকে বড় ভাইয়ের মতোই সম্মান করি। অভিভাবক হিসেবে সে যা বলে তা–ই আমরা অনুসরণ করি।




খেলাটাকে খুব উপভোগ করে। আমার সঙ্গে কাজ করা সেরা মানুষদের একজন সে।’ বিপিএলে পাঁচ ম্যাচ খেলে এ পর্যন্ত সবকটিতেই জিতেছে সিলেট। ইমাদ জানালেন সিলেটের ড্রেসিংরুমের পরিবেশ খুব ভালো। দলের সমন্বয়ও দারুণ, ‘ড্রেসিংরুমের পরিবেশ খুবই ভালো। আমরা খুব ভালো শুরু পেয়েছি। প্রতিটি দল এমন শুরু চাইবে, চার-পাঁচ ম‌্যাচ জিততে চাইবে। সৌভাগ্যবশত আমরা সব ম‌্যাচ জিতেছি। সবচেয়ে ভালো যে বিষয়টি, দলের প্রত‌্যেকের সম্পৃক্ততা আছে। পেসার, স্পিনার, টপ অর্ডার ব‌্যাটসম্যান, মিডল অর্ডার ও লোয়ার অর্ডার প্রত‌্যেকের অবদান আছে। এখন পর্যন্ত আমরা দারুণ কম্বিনেশন পেয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *