সর্বশেষ

লিটনের ঝড়ে হেক্সা মিশনে ব্যর্থ সিলেট

টানা পাঁচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে উড়ছিল সিলেট স্ট্রাইকার্স৷ মিশন হেক্সার ঘোষণা দিয়েই মাঠে নেমেছিল তারা কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৫ উইকেটে হেরে সেই মিশন অসম্পূর্ণই থেকে গেলো মাশরাফিদের। লিটনের ঝড়ো ৭০ রানে টানা দ্বিতীয় ম্যাচ জিতলো ইমরুল-রিজওয়ানরা। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৩৩ রান করেছিল সিলেট।




ম্যাশদের বিপর্যয়ের শুরুটা দ্বিতীয় ওভারে। পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হ্যারিসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তারই স্বদেশী হাসান আলী। পরের ওভারের প্রথম বলেই আঘাত। প্রথমবার তিন নম্বরে সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারলেন না আকবর আলী। ৯ রানের ব্যবধানে ফর্মে থাকা জাকির হাসানকে ফিরিয়ে তৃতীয় আঘাতটা দেন হাসান আলী।




নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টায় নামেন মুশফিকুর রহিম। তবে শুরুটা ভালো হলেও ১৫ বলে ১৬ রান করে ফিরতে হয় তাকে। মুশফিক ফেরার পর ৫ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় সিলেট। ৫৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে ম্যাচে ফেরত আনেন থিসারা পেরেরা ও ইমাদ ওয়াসিম।




দুজনে মিলে গড়েন ৮০ রানের অনবদ্য এক জুটি। তাতে স্বল্প হলেও লড়াই করার মতো পুঁজি পেয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। এর জবাবে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন লিটন দাস। ৪২ বলে ৭ চার ও ৪ ছয়ে খেলেন ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস। তাকে পাওয়ার প্লে তে সঙ্গ দেন পাকিস্তানি তারকা মোহাম্মদ রিজওয়ান।




তিনি রান তুলতে না পারলেও লিটন এক দিক থেকে রান তুলতে থাকেন। এরপর লিটনকে ফেরান মাশরাফি। অন্য দিকে কেউই ব্যাট হাতে তেমন রান তুলতে পারেননি৷ অধিনায়ক ইমরুল ১৮ রানে ফিরে গেলে অন্যরা এসে আস্তে আস্তে রান তুলতে থাকেন।

সল্প রান তাড়া করতে নামা কুমিল্লা এভাবেই পৌছে যান জয়ের বন্দরে৷ টানা পাঁচ ম্যাচ জিততে থাকা সিলেটের এই ম্যাচেই টুর্নামেন্টের প্রথম হারের সাক্ষী হলো। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা নিজেদের প্রথম ম্যাচ জিতেছে গতকাল। আজ সেই ধারাবাহিকতায় দ্বিতীয় ম্যাচে জিতলো তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *