৩৯ পেরিয়ে ৪০ এর কাছাকাছি বয়স। এই বয়সে যেখানে ব্যাটারদেরই পারফর্ম করতে হিমশিম খেতে হয়, সেখানে দাপটের সঙ্গে পেস বোলিং করে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। এমনকি এবারের বিপিএলের সেরা বোলারই তিনি। ক্যারিয়ারের শেষ বেলায় এসে তার এমন পারফরম্যান্স দেখে তাসকিন আহমেদ যেন ভাষা হারিয়ে ফেলেছেন মুগ্ধতায়।
বিপিএলে এবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন মাশরাফি। তার দক্ষ নেতৃত্বে ছয় ম্যাচে পাঁচটিতে জয় তুলে সবার শীর্ষে সিলেট। আর নেতৃত্ব গুণই নয়, মাঠেও পারফরম্যান্স করছেন তরুণদের সঙ্গে পাল্লা দিয়েই। আসরের সেরা বোলারই মাশরাফি। ছয় ম্যাচে ১৫ গড়ে পেয়েছেন সর্বোচ্চ ৯টি উইকেট।
মাশরাফির এমন পারফরম্যান্স সম্পর্কে পেসার তাসকিন বলেন, ‘উনার যে লেভেলের অভিজ্ঞতা। ২০-২২ বছর ধরে টপ লেভেলের ক্রিকেট খেলেছে। এজন্য উনি কী করবে এটা ব্যাটাররা জানা সত্ত্বেও মারতে পারে না। এত সুন্দর, একিউরিসি বা কাটারটা এত এফেক্টিভ। উনার মতো কিংবদন্তিকে ব্যাখ্যা করার ভাষা আমার কাছে নাই।’
এবার তাসকিন খেলছেন ঢাকা ডমিনেটর্সের হয়ে। তাসকিন নিয়ন্ত্রিত বোলিং করলেও তার দল সে অর্থে ভালো খেলতে পারছেন। পাঁচ ম্যাচে জিতেছে কেবল একটিতে। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয়ের পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন তাসকিন। ৪ ওভার বল করে একটি উইকেট পেলেও রান খরচ করেন মাত্র ১২ রান।
কিন্তু তারপরও জিততে পারেনি তার দল। এমন অবস্থায় নিজেকে দুর্ভাগা মনে হয় কি-না জানতে চাইলে তাসকিন বলেন, ‘আসলে প্রসেসের বাইরে তো কিছুই করার নাই। জিতি বা হারি। টি-টোয়েন্টি ক্রিকেটটাই এমন, একদিন অনেক ভালো হবে, একদিন একটু খারাপ হবে। হয়তো অন এভারেজ মোটামুটি ভালো হবে। ম্যাচের পর হয়তো ফল আসবে, জয় অথবা হার। প্রসেসেই থাকতে হবে। নিজের কাজগুলো করতে হবে। দুর্ভাগা ভাবার কোনো কোনো সুযোগ নেই। হার বা জয় থাকবেই, তবে নিজের লক্ষ্য ও প্রসেস নিয়ে এগিয়ে যেতে হবে।’