সর্বশেষ

ব্যাট হাতে ৬৬ রানের ঝলক দেখালেন নাসির। হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচে হেরে কিছুটা পিছিয়ে পড়ে গিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে চট্টগ্রামে ঘুরে দাঁড়িয়েছে তারা। পরপর তিন ম্যাচে জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসের দল। আজ চট্টগ্রামের ঢাকার বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।




জবাবে ব্যাট করতে নেমে নাসির হোসেনের লড়াকু ইনিংসের পরেও নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে ঢাকা। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৮৪ রান করে কুমিল্লা। ২৪ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন খুশদিল। আর রিজওয়ান অপরাজিত থাকেন ৪৭ বলে ৫৫ রানে।




মাত্র ১৮ বলে ফিফটি করেন খুশদিল। বলের দিক বিবেচনা করলে বিপিএলে এটি যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটি। ১৩ বলে ফিফটি করে সবার উপরে সুনীল নারিন। আর ১৬ বলে ফিফটি আছে আরেক পাকিস্তানি মোহাম্মদ শেহজাদের।

খুশদিলের ২৪ বলের ছোট ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ৫টি ছয়ে। শেষদিকে তিনি এমন ক্যামিও ইনিংস না খেললে কুমিল্লার স্কোরবোর্ডে লড়াকু সংগ্রহ জমা হতো না। ওপেনার লিটন দাস শূন্য রানে ফিরলেও রিজওয়ানকে আউটই করা যায়নি। ফিফটি করেন ৪৫ বলে।




এ ছাড়া ২৬ বলে ইমরুল কায়েস ৩৩ ও জনসন চার্লস ১৯ বলে ২০ রান করেছেন। ঢাকার হয়ে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, নাসির হোসেন, মোহাম্মদ ইমরান ও সৌম্য সরকার।

কুমিল্লা একাদশ : ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ রিজওয়ান, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, খুশদিল শাহ, জনসন চার্লস, আবু হায়দার, তানভীর ইসলাম, মুকিদুল মুগ্ধ, হাসান আলি।




ঢাকা একাদশ : আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, রবিন দাস, আমির হামজা, জুবায়ের হোসেন, মোহাম্মদ ইমরান, মুক্তার আলি, তাসকিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *