রাজনীতির মাঠের নেতৃত্বে চলে যাওয়া মাশরাফি বিন মুর্তজা এখনও অধিনায়কত্বে একই রকম ক্ষুরধার। দলকে সামলে রাখতে পারা, আগলে রাখার কৌশলে সাফল্য পেয়েছেন বারবার। তার ওই গুণের কথাই বৃহস্পতিবার বলছিলেন প্রতিপক্ষ অধিনায়ক ইমরুল কায়েস, তিনি নিজেও প্রথম বিপিএল শিরোপা পেয়েছিলেন মাশরাফির নেতৃত্বে খেলেই।
তাইতো আজ ফাইনালের আগে সংবাদ সম্মেলনে বড় ভাই মাশরাফির অধিনায়কের প্রশংসার পঞ্চমুখ ইমরুল কায়েস, “মাশরাফি ভাই যে দলেই খেলুক না কেন, এই জিনিসটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেন। দলের সবাইকে নিয়ে থাকেন, দলের সবার বন্ধনটা ভালো রাখেন।” “আমরাও চেষ্টা করি আমাদের দলের পরিবেশ ভালো রাখার।
এটাই উনার হয়তো ম্যাজিক বলা যায়। উনি সবসময় তাদের তরুণ বা বিদেশি ক্রিকেটারদের নিয়ে থাকেন। এই জিনিসটা উনি উপভোগ করেন। এটা হয়তো ভালো করার মূল বিষয়।” বিপিএলে মাশরাফির পরই সফলতম অধিনায়ক ইমরুল। তার নেতৃত্বে নিজেদের সবশেষ দুই শিরোপা জিতেছে কুমিল্লা।
তাহলে ইমরুলেরও কি ম্যাজিক আছে? তার কণ্ঠে শোনা গেল মাশরাফির কথারই প্রতিধ্বনি, “না! আমার কোনো ম্যাজিক নেই। ওপরওয়ালা আছেন।” “ক্রিকেট আসলে দলগত খেলা, এখানে ম্যাজিক বলে কোনো কথা নেই। দলের ঐক্য যদি ভালো থাকে, দল যদি ভালো খেলতে থাকে, তাহলে ভালো ফলাফল সম্ভব।
অনেকে অনেক বড় মাপের দল করেও কিন্তু ফলাফল আসে না। কারণ দলের মাঝের পরিবেশ ভালো থাকে না। মাঠে গিয়ে শুধু খেলতে হয়… দলের যে বন্ধন, তা ঠিক থাকে না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটি খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি।” ইমরুলও মানছেন মাশরাফির সেই কৃতিত্ব।
তবে সিলেটের বিপক্ষে ফাইনালে নামার আগে এসব নিয়ে আলাদা করে ভাবতে চাচ্ছেন না কুমিল্লার অধিনায়ক। “প্রতিটি দলেই একজন অধিনায়ক থাকেন এবং প্রতিটি দলেরই একটা পরিকল্পনা থাকে যে, আমার দলকে আমি কীভাবে চালাব। “মাশরাফি ভাই উনার দলকে খুব ভালোভাবে পরিচালনা করেছেন এবং করে যাচ্ছেন।
যে কারণেই হয়তো উনাদের দল ফাইনালে এসেছে। আমাদের দলেরও একটা পরিকল্পনা আছে বা সবার ইচ্ছা আছে আমরা কীভাবে ফাইনাল ম্যাচটা খেলব। ওইরকম যে ভিন্ন কিছু হবে, ওইরকম আমার মনে হয় না। খেলি না”।