সর্বশেষ

৮০০তে ৭৯৭ পেয়ে মাদ্রাসা বোর্ডে প্রথম সাদিয়া

ভারতের পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ৮০০ নম্বরের মধ্যে ৭৯৭ পেয়ে মাদ্রাসা বোর্ডে প্রথম হয়েছে সাদিয়া সিদ্দিকা। একত্রিশ বছর আগে তার বাবা মো. রুহুল ইসলামও মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় নবম হয়েছিলেন।




খবর আনন্দবাজার পত্রিকার বাবার প্রতিষ্ঠান মালদহের সুজাপুর নয়মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসা থেকে এবার রাজ্যে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন সাদিয়া। শিক্ষকরা জানিয়েছেন, পড়ার সময় তার মতো মনোযোগী মেয়ে খুব কমই আছে। তাই বরাবরই ভাল ফল করেছে সাদিয়া।




এর আগে, গত শুক্রবার রাজ্য মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক আবু তাহের কামরুদ্দিন আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করে জানিয়েছিলেন ১০০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। সর্বোচ্চ নম্বর ৭৯৭।প্রকাশিত ফলে বাংলা, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞানসহ পাঁচটি বিষয়ে ১০০ করে পাওয়া সাদিয়া ভবিষ্যতে চিকিৎসক হতে চায়।




সাদিয়ার বলেন, ‘‘ভালো ফল হবে এই আশা ছিল। তবে একেবারে প্রথম হব তা ভাবিনি।’’মাদ্রাসার প্রধান শিক্ষক মহম্মদ আদিল হোসেন বলেন, সাদিয়া বরাবরই ক্লাসে প্রথম হতো।




আমার বিশ্বাস, পরীক্ষা হলে রাজ্যের মেধা তালিকায় এমনই জায়গায় সাদিয়া থাকতো। তার বাবা সুজাপুরের বালুপুর প্রাইমারি স্কুলের শিক্ষক। মেধাবী হওয়া সত্ত্বেও অভাব অনটনে তিনি স্নাতক হওয়ার পরে পড়াশোনা ছেড়ে কাজের খোঁজে নেমেছিলেন। এতোদিন বাবার কাছেই সব বিষয় পড়তো সাদিয়া, গৃহশিক্ষক ছিলেন শুধু ইংরেজিতে। তিনি জানান, মেয়ে যতদূর পড়তে চায়, তিনি পড়াবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *