ইংল্যান্ডের বিপক্ষে অবশেষে বহুল কাঙ্ক্ষিত সিরিজ জিতল বাংলাদেশ। রোববার (১২ মার্চ) মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪ উইকেটের ব্যবধানে পরাজিত করেছে স্বাগতিকরা।
সব ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে ইংলিশদের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়। ইতিহাস গড়ার দিনে অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে টপকে গেলেন সাকিব আল হাসান।
মাশরাফির অধীনে ২৮ ম্যাচে ১০টি টি-টোয়েন্টি জয়, ১৭টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বাংলাদেশের। অন্যদিকে, সাকিবের নেতৃত্বে ৩৩ ম্যাচে ১১ টি-টোয়েন্টি জয় ও ২২টি হারের স্বাদ পায় বাংলাদেশ।
মাশরাফিকে টপকে দ্বিতীয়স্থানে ওঠে এলেন সাকিব। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে সবচেয়ে বেশি জয় পেয়েছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর অধীনে ৪৩ ম্যাচে ১৬টিতে জয়, ২৬টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।
পরিসংখ্যানে সফল ৩ অধিনায়ক
অধিনায়ক ম্যাচ জয় পরাজয়
মাহমুদউল্লাহ রিয়াদ ৪৩ ১৬ ২৬
সাকিব আল হাসান ৩৩ ১১ ২২
মাশরাফি বিন মর্তুজা ২৮ ১০ ১৭