রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২৪ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে এক জেলের জালে।
শুক্রবার সকালে দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে সোনাই হলদার নামে এক জেলের জালে এ বাঘাইড় ধরা পড়ে।
তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মোহন মন্ডলের আড়তে নিয়ে যান। সেখানে নিলামে এক হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান মিয়া।
এ বিষয়ে সম্রাট শাজাহান মিয়া বলেন, লাভের আশায় এক হাজার ৩০০ টাকা কেজি দরে নিলামের মাধ্যমে মাছটি ৩১ হাজার ৫৯০ টাকায় কিনেছি। এটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে। এখন পদ্মায় প্রায়ই বিভিন্ন প্রজাতির বড় মাছ পাওয়া যাচ্ছে।