সাপ জাতীয় প্রাণীর কথা শুনলেই রীতিমতো আতঙ্কিত হয়ে ওঠে সাধারণ মানুষ। সকলেই বিষধর প্রজাতির সাপ দেখলে শিহরিত হয়ে ওঠে! গ্রাম বাংলায় প্রায়শই বিভিন্ন প্রজাতির বিষধর সাপের দেখা মেলে,
তবে অনেকেই অবশ্য স্বচক্ষে এদের কর্মকান্ড দেখতে পায় না। বর্তমানে সোশ্যাল মিডিয়া অবশ্য এ জাতীয় দৃশ্যগুলি অতি সহজেই তুলে ধরছে সাইবার বাসীদের সামনে।
ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা গেছে, একটি গ্রামের বাড়িতে ঘরের মধ্যে ঢুকে বসে রয়েছে বিশাল আকৃতির কেউটে সাপ। এরপর সেই সাপটিকে উদ্ধার করার জন্য একটি সাপ উদ্ধারকারী কর্মীকে সেখানে ডাকা হয়। যন্ত্রপাতি নিয়ে সেও কাজে লেগে পরে ওই সাপটিকে তুলতে। ওই উদ্ধারকালী কর্মীটি নিজের সাথে একটি স্টিলের ক্রেন এনেছিল,
যা সাপটিকে ধরতে কাজে লাগান তিনি।তবে ওই কাজটি করা অতটাও সোজা ছিল না! বারংবার রাগের মাথায় সাপটি ছোবল দিতে যায় এবং ফাঁস ফোঁসও করে।
তবে ওই ব্যক্তির দক্ষতার সাথে সে কিছুতেই পেরে ওঠে না। শেষ পর্যন্ত ব্যক্তিটি বোতলের মধ্যে তার মাথাটি ঢুকিয়ে দেয় এবং নিজের জালে ভরে নেয় ওই বিষাক্ত সাপটিকে।
ইউটিউবে একটি চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল এই ভিডিওটি। দু’বছর আগে ভিডিওটি আপলোড করা হলেও এখনো পর্যন্ত একই রকম জনপ্রিয়তা রয়েছে এর।