সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই দেখা যায় ভাইরাল হওয়া ভিডিও। আসলে যা মানুষের মনোরঞ্জন করে অথবা অবাক করে দেয় কখনো শিহরিত করে দেয় সেগুলিই ভীষণভাবে ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়। কখনো সেখানে দেখা দেয় জীবজন্তুদের ভিডিও কখনো দেখা যায় কোন বাচ্চার খুনসুটি। তবে পশু পাখিদের ভিডিও মানুষ দেখতে একটু বেশিই পছন্দ করে।
যুগের শুরু থেকে মানুষ পশুপাখি ভালোবাসে। নিজেদের বাড়িতে অনেক মানুষই পোষ্য রেখে থাকেন। শুধু যে রাখেন তা কিন্তু নয় নিজের সন্তানের মত তার লালন পালন করেন। পোষ্য হিসেবে মানুষের বাড়িতে দেখা যায় বেশিরভাগ কুকুর, বিড়াল ,পাখি, খরগোশ।
এমন অনেক পাখি দেখা যায় যে পাখিগুলি মানুষের মতন গলায় হুবহু কথা বলতে পারে। যেমন ময়না কাকাতুয়া টিয়া, এই সমস্ত পাখিগুলিকে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হলে এরা মানুষের মতন গলায় খুব সুন্দর ভাবে কথা বলতে পারে।
তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে এর দুনিয়ায় সেখানে দেখা যাচ্ছে একটি শালিক পাখি একেবারে হুবহু মানুষের মতন কথা বলছে। না দেখে নেট দুনিয়ার মানুষজন ভীষণ অবাক হওয়ার সঙ্গে মুগ্ধও হয়ে গিয়েছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট ছেলের কাঁধে একটি শালিক পাখি বসে রয়েছে। এবং পাখিটিকে দেখলে বোঝা যায় বাচ্চাটি পাখিটিকে ঠিক কতটা ভালোবাসে। ছেলেটি যা কথা বলছে পাখিটি তার সমস্ত কথার উত্তর দিচ্ছে। পাখিরে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে তার গায়ে একফোঁটা ধুলো অব্দি দেখা যাচ্ছিল না।
দুজনের এক অদ্ভুত ভালবাসার টান। দুজনেই দুজনকে ছাড়া থাকতে পারে ননা। এত সুন্দর ভাবে পাখিটি ছেলেটির কথার জবাব দিচ্ছিল যেন মনে হচ্ছিল দুই বন্ধু গল্প করছে। ভিডিওটি নেট দুনিয়ায় প্রকাশ হতেই ভীষণভাবে ভাইরাল হয়ে পড়েছে। কমেন্ট বক্সে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।