সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক ধরনের ভিডিওই দেখে থাকি। প্রতিদিন আমাদের চোখের সামনে উঠে আসছে হাজার হাজার ভিডিও। তাদের মধ্যে কিছু থাকে পশু পাখিদের ভিডিও। পশু পাখিদের মধ্যে কুকুর হয় আমাদের সবচেয়ে কাছের বন্ধু। মানুষের সাথে কুকুরের সম্পর্ক একটা অন্যরকমেরই হয়।
কারণ কুকুর খুবই বোঝদার একটি প্রাণী। বিশেষত বাচ্চাদের সাথে কুকুররা একটু অন্য রকমেরই ব্যবহার করে। যেকোনো ছোট বাচ্চাদের সাথে কুকুররা, নিমেষে মিশে যায় আর তাঁরাও বাচ্চাদের মতনই খেলা করে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি বাচ্চার সাথে একটি কুকুরের সম্পর্ক মন ছুঁয়ে যাওয়ার মত। ভিডিও শুরু হতেই দেখা গেছে একটি প্রেগন্যান্ট মহিলার কাছেই সারাক্ষণ ঘোরাফেরা করছে এই বাড়ির দুটি পোষা কুকুর।
দেখা গেছে কখনো প্রেগন্যান্ট মহিলাটির পেটের ওপর মাথা দিয়ে শুয়ে আছে তো আবার কখনো পাশে বসে আছে। সম্পূর্ণভাবে মহিলাটির পেটের ভেতর বাচ্চাটিকে বসে অনুভব করছে এই কুকুর দুটি। যখন পেটের ভেতর বাচ্চাটি নড়াচড়া করছে তখনও তাঁরা বুঝতে পারছে এবং আরো সারাক্ষণ মহিলাটির কাছে বসে রয়েছে।
এরপরে একদিন বাচ্চাটি হয়। আর তারপরেই শুরু হয় আসল ভালবাসা এই বাচ্চাটির সাথে কুকুর দুটির। দেখা যায় যখন হসপিটালে বাচ্চাটিকে দেখতে নিয়ে যাওয়া হয় কুকুরটিকে তখন সে জোরে জোরে চিৎকার করছে এবং বোঝাই যাচ্ছে যে সে কতটা খুশি হয়েছে। এমনকি বাড়ির লোকও বলেছেন যে আগে কোনদিনও কুকুরটিকে এত খুশি দেখা যায়নি। বোঝাই যাচ্ছিল যে সে হাসছে বাচ্চাটিকে দেখে।
এরপরে কিছুদিন যায় তখন বাচ্চাটি শুয়ে রয়েছে দেখা যায় পাশে ওই দুটি কুকুর চুপচাপ বসে বাচ্চাটির খেয়াল রাখছে। একটা মুহূর্ত ও বাচ্চাটিকে চোখের আড়াল করছে না কুকুর দুটো। দেখা গেছে সারাক্ষণ বাচ্চাটির কাছে গিয়ে মাথা রেখে চুপচাপ বসে রয়েছে সে। একদম মন দিয়ে বাচ্চাটির খেয়াল রেখেছে এই কুকুরটি। দুটো কুকুরের মধ্যে বিশেষত একটি কুকুরকে দেখা গেছে সে সবসময় বাচ্চাটির সঙ্গে রয়েছে তার নাম হচ্ছে হারু। শুরুতে যে বাচ্চাটির কাছে যাওয়া অতটা উচিত নয় সেটাও এমন কি জানে এই কুকুরটি।
তাই জন্য ঠিক সে দূরত্ব বজায় রেখেছে। তারপর আস্তে আস্তে যখন কিছু মাস পর বাচ্চাটি বড় হচ্ছে তখন সে একটু করে কাছে যেতে শুরু করছে বাচ্চাটির। এত সুন্দর বন্ধুত্ব মনে হয় চোখে দেখা খুবই কঠিন। সর্বক্ষণ বাচ্চাটির কিভাবে খেয়াল রাখতে হয় তা এই কুকুরটি সম্পূর্ণ জানে। আর ভিডিওটিতে সবচেয়ে সুন্দর বিষয় হল যখনই বাচ্চাটি কেঁদেছে তখনই কুকুরটি কেমন যেন একটা করে উঠেছে।
মানে বোঝা যাচ্ছে যে কুকুরটির চিন্তা হচ্ছে যে কেন বাচ্চাটি কাঁদছে। ভিডিওটিতে দেখানো আরেকটি কুকুরের নাম হলো গ্রিফিন। দেখা গেছে কখনো হারু নামের এই কুকুরটি খেয়াল রাখছে আবার কখনো গ্রিফিন নামের এই কুকুরটি বাচ্চাটির খেয়াল রেখেছে। এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইনি এই কুকুর দুটি বাচ্চাটিকে। কখনো আবার বাচ্চাটির পায়ের কাছেও বসে থাকতে দেখা গেছে হারু নামের এই কুকুরটিকে।
কিন্তু পায়ের কাছে বসে থাকার সময় মাঝেমাঝেই বাচ্চাটি তাকে লাথিও মারছে কিন্তু কুকুরটি একটুও সরে যায়নি এমন কি বিরক্ত হয়নি। কখন আবার দেখা গেছে বাচ্চাটি কুকুরটির কান ধরে টানছে কিন্তু কুকুরটি কোন কিছু না করেই চুপচাপ সেটা সহ্য করছে। আবার যখন বাচ্চাটির ন্যাপকিন চেঞ্জ করার সময় আসে তখনও সে বাড়ির সবাইকে বুঝিয়ে দেয় যে এবার বাচ্চাটির ন্যাপকিন চেঞ্জ করতে হবে।
এক কথায় কুকুরটি বাচ্চাটিকে খুবই ভালবাসে। শেষে দেখা যায় বাচ্চাটি খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠছে এবং সোফায় বসে দুজনকে পাশাপাশি এই ভিডিওটি শেষ করা হয়। ভিডিওটিতে বাচ্চাটি আর এই কুকুর গুলির সম্পর্ক সত্যি দুর্দান্ত। একমাস আগেই ভিডিওটি ইউটিউব থেকে ভাইরাল হয়েছে। ২০ মিলিয়ন মানুষ বর্তমানে এই ভিডিওটি দেখেছেন। এদিকে লাইক সংখ্যা বাড়ছে ক্রমশ। পুনরায় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।