সর্বশেষ

ফ্রিজের পিছনে লুকিয়ে ছিল বিশাল আকৃতির কোবরা, নাড়া দিতেই ফণা তুলে বেরিয়ে এলো…তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রজাতির প্রাণীদের নানান কর্মকাণ্ড উঠে আসে। এগুলির মধ্যে অন্যতম হলো সাপেদের নানান ভিডিও। প্রায়শই সাপেদের নানান কর্মকাণ্ড দেখা যায় নেটদুনিয়ার পাতায়। কখনো দেখা যায় বিষধর বিষাক্ত সাপ ঘাবটি মেরে বসে রয়েছে বাড়ির পাশে, আবার কখনো বা দেখা যায় বিষাক্ত সাপেদের শঙ্খ লেগেছে!




আবার অনেক সময় সাধারণ মানুষকে চমকিত করে কেউ কেউ বিষধর সাপকেও পোষ্য বানিয়ে ফেলে। সোশ্যাল মিডিয়ার পাতায় এই জাতীয় ভিডিওগুলি প্রায়শই ভাইরাল (viral) হয়ে ওঠে। সম্প্রতি ভাইরাল হওয়ায় ভিডিওতে এক বিষাক্ত কিং কোবরার ভয়ংকর কর্মকাণ্ড ধরা পড়েছে।

ভিডিওতে ঘটা ঘটনাটি আসলে মহারাষ্ট্রের আমোদপুরের, যেখানে ‘আকাশ যাদব’ নামে এক সাপ উদ্ধারকারী কর্মী একটি বাড়িতে গিয়েছিল সাপ উদ্ধারের কাজে যায়। সেখানে গিয়ে ওই ব্যক্তি দেখে, বাড়ির রান্না ঘরে রাখা ফ্রিজের পিছনে ঘাপটি মেরে রয়েছে একটি সাপ।




সাপ উদ্ধারকারী কর্মীটি নানান কলা-কৌশল দেখিয়ে ওই সাপটিকে নিজের আয়ত্তে আনতে চাইছিলো কিন্তু বারবারই ওই বিষাক্ত কিং কোবরাটি তার দিকে ছোবল নিয়ে এগিয়ে যায়। এরপর অনেক চেষ্টার পরে সাপটিকে সে উদ্ধার করে। সাপটির ব্যাপারে নানান তথ্যও গ্রামবাসীদের সাথে ভাগ করে নেয় সে।

তিনি বলেন, জঙ্গল কেটে শহর তৈরি করার জন্য সাপেরা তারা বাসস্থান হারিয়ে ফেলছে। তবে এরা কাউকে ক্ষতি করার জন্য বাড়িতে ঢোকে না; শিকারের খোঁজে এবং আশ্রয়ের জন্যই মূলত বাড়ির ভেতরে লুকিয়ে থাকে”। ‘sarpmitra Akash jadav’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়।




প্রায় চার মাস আগে আপলোড করা ভিডিওটি ৩৭ লক্ষ ভিউজ সংখ্যা ছাড়িয়েছে। 12 হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছে। জানা গেছে এই সাপটিকে ইংরেজিতে বলে ‘স্পেক্টাকল্ড কোবরা’। যার বৈজ্ঞানিক নাম ‘নাজা নাজা’। এই প্রজাতির সাপ ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *