বাড়িতে বাগান করতে ভালোবাসেন এমন অনেক মানুষ রয়েছেন। কিন্তু বাগান করার ক্ষেত্রে সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিস হচ্ছে কিভাবে গাছের যত্ন করা হবে এবং গাছকে বড় করে তোলা হবে। সাধারণত ছোট থেকে গাছের যত্ন না করলে কিন্তু সহজে গাছ বড় করে তোলা যায় না এবং বড় হলেও তা খুব সহজেই মরণাপন্ন অবস্থায় চলে যায়।
ফুল বা ফল গাছ লাগাতে আমরা সকলেই ভালবাসি। তবে আজকের এই প্রতিবেদনের আলোচ্য বিষয়বস্তু কিন্তু একেবারেই আলাদা। এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে একটি গাছের মধ্যে আপনারা নানান ধরনের জবা ফুল ফোটাতে পারবেন।
অর্থাৎ সংকরায়নের মাধ্যমে কিভাবে একই গাছের মধ্যে নানান রঙের জবা ফুটবে। প্রথমেই জানিয়ে রাখি সংকরায়ন একটি বিশেষ পদ্ধতি। এর নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সঠিক পদ্ধতি না জানলে কিন্তু আপনারা কখনোই এভাবে জবা ফুল ফোটাতে পারবেন না। তাই প্রথমেই বলব আমাদের প্রতিবেদনের সাথে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন। এতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে।
প্রথমে একটি টবের মধ্যে পরিমাণ মতো মাটি নিয়ে তাদের বিভিন্ন রঙের জবা গাছের কয়েকটি ডাল আলাদা করে পুততে হবে। তারপর সেই গাছের ডাল গুলিকে প্রধান ডালের সাথে সামান্য পরিমাণে শিরা কেটে একটি দড়ির সাহায্যে বা সুতোর সাহায্যে বেঁধে দিতে হবে।
খেয়াল রাখবেন বাঁধন যাতে একেবারে গোড়া থেকে থাকে। এই অবস্থায় পরিমিত সূর্যালোক এবং ছায়া পেলে খুব সহজেই আপনারা সংকরায়ন ঘটাতে পারবেন। তবে এই সময়ের মধ্যে সমস্ত দিক থেকে কিন্তু গাছের যত্ন করা বাঞ্ছনীয়। যদি সঠিকভাবে যত্ন না করা হয় সেক্ষেত্রে কিন্তু কোনোমতেই আর আপনাদের পদ্ধতিটি কাজে লাগবে না। প্রসঙ্গত উল্লেখ্য জবা গাছ গ্রীষ্মমণ্ডল এবং উপগ্রীষ্মমণ্ডলিয় অঞ্চলে খুব ভালো ভাবে বেড়ে ওঠে।
কেননা জবা ১০ ডিগ্রির নিচের তাপমাত্রা সহ্য করতে পারে না। তবে নাতিশীতোষ্ণ অঞ্চলে কেউ কেউ জবা গাছকে গ্রীনহাউসের মধ্যে রাখে। নানা দেশে ও অঞ্চলে একে বিভিন্ন নাম ডাকা হয়।
সারা পৃথিবীতে এর প্রায় ৬৫০ বেশি প্রজাতির জবা দেখতে পাওয়া যায়। আমরা জবা হিসাবে যে যে গাছ গুলি নার্সারি থেকে কিনে এনে লাগাই তার অধিকাংশই গ্রাফটিং টিসু কালচার এবং দুই প্রজাতির ফুলের পরাগ রেনু একে অপরের সাথে মিলিত করে নতুন প্রজাতি ও নতুন রঙের জবা গাছ তৈরী করা হয়ে থাকে।
তাই যদি আপনি সংকরায়নের কাজে এই জবা গাছ গুলি ব্যবহার করে থাকেন তাহলেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। তবে সংকরায়নের জন্য গ্রাফটিং করা গাছ বা জোর কলম করা গাছ কিনলে একটু দেখে নেবেন যে গাছের দুটো ডাল ঠিক মতো জোড়া লেগেছে কি না। গ্রাফটিং এর জায়গায় প্লাস্টিক টেপ বাঁধা থাকলে তা গাছ বসানোর 15 দিন পর বাঁধনের গিট টা কেটে টেপ খুলে দেবেন।