সালমান খান ক্যাটরিনা কাইফ অভিনীত ভারত সিনেমার জনপ্রিয় গান “এইথে আ” গানে দুর্দান্ত নাচ করে দিন কয়েক আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হলেন এক নৃত্যশিল্পী।
ক্যাটরিনা কাইফের উপর দৃশ্যায়িত দৃশ্যটুকুকে নিজের নাচের প্রচ্ছদ হিসেবে বেছে নিয়ে এদিন নিজের মতো করে পারফর্ম করার মাধ্যমে ভাইরাল হলেন বিদীপ্তা শর্মা!
ক্যাটরিনার লাস্যময়ী আবেদনকে টেক্কা দেওয়া মোটেই সহজ কাজ নয়। তবুও খোলা সবুজ ঘেরা পরিবেশে নীল রঙের শাড়ি ও ব্লাউজের সাজে নিজের মতো করে নৃত্য পরিবেশন করেছেন এই নৃত্যশিল্পী। সিগনেচার স্টেপ বজায় রাখলেও বাকি অংশে শিল্পীর কোমরের ঠুমকায় মেতেছেন দর্শকেরা। এক কথায় বিদীপ্তার এই মনোগ্রাহী পরিবেশনা দর্শকদের বিশেষ পছন্দ হয়েছে।
যেকোনো ধরণের নৃত্যপরিবেশনার এক অবিচ্ছেদ্য অংশ হলো সাজসজ্জা। এদিন পরিচ্ছদের পাশাপাশি খোলা চুল, নুড মেকাপ ও হুপ ইয়াররিংস এর সাজে সুসজ্জিত হয়ে উঠেছিলেন এই নৃত্যশিল্পী।
অন্যদিকে, উন্মুক্ত নাভিতে গানের তালে তালে তার বডি ব্রেকিং এবং বডি মুভমেন্ট ছিল অনবদ্য। এছাড়াও গানের তালে দুর্দান্ত এক্সপ্রেশন সহযোগে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি জাত শিল্পী।
বিদীপ্ত শর্মার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত এই ভিডিওটি বছর খানেক আগে আপলোড করা হলেও। ইন্টারনেটের দৌলতে পুনরায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেড় লাখের বেশি ভিউজ আসার পাশাপাশি চার হাজারের বেশি লাইক এসেছে। এছাড়াও মন্তব্য বাক্সে বিদীপ্তার নৃত্যশৈলীর প্রশংসায় অসংখ্য কমেন্ট তো রয়েইছে।