নেট মাধ্যমে প্রায়শই এমন অনেক আশ্চর্য ভিডিও ভাইরাল হয়ে থাকে যা দেখে আমরা রীতিমত অবাক হতে বাধ্য হই। সোশ্যাল মিডিয়া, মানে আজকাল নানান ভাইরাল ভিডিও সম্ভার। ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম গুলি দ্রুত মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভ করে উঠেছে।
পূর্ববর্তী সময়ে স্মার্টফোনের সহজলভ্যতা না থাকায় সহজে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যেত না। কিন্তু আজকাল যে ভাবে মুঠোফোনে বন্দী,
সোশ্যাল মিডিয়া আমাদের একটি আলাদা জগৎ হয়ে উঠেছে তা আর বলার অপেক্ষা রাখে না। সাপের কথা শুনলেই অনেকের হাড়হিম হয়ে যায়। অনেক সময়ই দেখা যায় আস্ত সাপ ঢুকে পড়েছে বাড়ির ভিতর। এবার পরিস্থিতি হলে আতঙ্কের শেষ থাকে না! সাধারণ মানুষের মনে আতঙ্কের সঞ্চার করতে সাপ একাই একশো!
যতই তাকে ‘নিরীহ প্রাণী’ বলে আখ্যা দেওয়া হোক না কেন; বিষধর বা বিষহীন সব সাপের থেকেই সাধারণ মানুষ শত হস্ত দূরে থাকে। তবুও সোশ্যাল মিডিয়ার পাতাতে তাদের নানান কর্মকান্ড উঠে আসে, যেগুলি সাধারণ মানুষ অধিক পছন্দ করে। এমনই এক প্রশিক্ষণপ্রাপ্ত সাপ উদ্ধারকারী কর্মীর কান্ড দেখে মাথায় হাত পড়ল নেটপাড়ার বাসিন্দাদের। ভাইরাল হওয়া ভিডিওটি গোটাটাই এক সাপ উদ্ধারকারী কর্মী ‘মির্জা মোহাম্মদ আরিফ’ শুট করেছে।
ভিডিওতে দেখা গেছে সে ঝোলা করে বিভিন্ন বিষধর সাপেদের নিয়ে হাজির হয়েছে ঘন জঙ্গলে! এরপরই এক এক করে ওই বিষধর সাপগুলিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে জঙ্গলের মধ্যে; যা দেখে রীতিমত গা শিউরে উঠবে। ওই বিষাক্ত সাপগুলি ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের সবুজ ঘাসে এদিক ওদিক। ইউটিউবে মির্জা মোহাম্মদ আরিফ নামের চ্যানেল থেকে ওই ভিডিওটি আপলোড করে সে জানিয়েছে, উড়িষ্যার বিভিন্ন বাড়ি থেকে সে এই প্রজাতির সাপগুলিকে উদ্ধার করেছে।
এবার সেগুলিকে জঙ্গলে এনে ছেড়ে দেওয়ার পালা! এমন একটি ভিডিও স্বাভাবিকভাবেই বেশ জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল সাইটে। ইতিমধ্যে এই ভিডিওটি প্রায় ৬ লক্ষ ভিউজ সংখ্যা ছাড়িয়েছে। 2 লক্ষেরও বেশি মন্তব্য এসে হাজির হয়েছে ভিডিওর কমেন্ট বক্সে।