সর্বশেষ

দুর্দান্ত অঙ্গভঙ্গি অসাধারণ নাচে অনুষ্ঠান বাড়ি মাতিয়ে তুলল এই ছোট্ট মেয়েটা, শেয়ার হতেই ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় যেমন বড়দের নানান কীর্তির ভিডিও ভাইরাল হয় তেমনই ভাইরাল হয় ছোটোদের নানান কান্ডকারখানার ভিডিও। বড়দের ভিডিওগুলির মধ্যে বেশিরভাগই প্রতিভার ভিডিও। কেউ ভালো নাচের কিংবা কেউ ভালো গান করেন। আর সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয় না। সোশ্যাল মিডিয়ায় অনেক ছোটো ছোটো শিশু তাদের প্রতিভার জন্য জনপ্রিয়।




সম্প্রতি এক ছোট্ট মেয়ের ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটিতে ছোট্ট মেয়েটি নিজের মন মতন দুর্দান্ত নাচ করছেন। আর তা সকলের মন জয় করে নিয়েছে। ছোট্ট মেয়েটি কোনোরকম ভয় ছাড়াই স্টেজে উঠে নাচ করতে শুরু করেছে। তার প্রতিভার থেকে সাহসের কথা সকলে আলোচনা করেছেন।




আর এই ভিডিওটি ‘Dishu Yadav’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়ে গিয়েছে। জনপ্রিয় গায়ক অজয় হুডা কোনে একটি লাইভ অনুষ্ঠানে গান গাইতে হাজির হয়েছেন। তার গানের তালে স্টেজে উঠে নাচতে শুরু করে একটি ছোট্ট মেয়ে।




নিজের দুর্দান্ত ভঙ্গিমায় নাচ করে চলে সে। প্রচুর মানুষের মন জয় করে নিয়েছে ছোট্ট মেয়েটি। হলুদ রং-এর জামা ও ডেনিম জ্যাকেটে কোনোরকম ভয় ছাড়াই স্টেজে নাচ করছে মেয়েটি। কয়েক মিলিয়ন মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন।

ভিডিওটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *