সর্বশেষ

একেই বলেই মাতৃস্নেহ! ছোট্ট দুধে বাঁদর ছানাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন এই মহিলা, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

সোশ্যাল মিডিয়া মারাই আমাদের প্রতিদিন হাজার রকমের ভাইরাল ভিডিও সম্ভার। প্রতিদিন আমাদের চোখের সামনে ভেসে ওঠে নানান ধরনের নাচ গানের ভিডিও। তবে এই নাচ গানের ভিডিওর মধ্যে দিয়ে আমাদের চোখের সামনে কিছু এমন ভিডিও ভেসে ওঠে যা দেখে আমরা রীতিমতো অবাক হয়ে পড়ি।




এইসব ভিডিও আমাদের পুরোপুরি হতবাক করে তোলে। সোশ্যাল মিডিয়ায় এইসব ভিডিও ছড়াছড়ি হয়। সম্প্রতি তেমনি একটি অবাক করে দেওয়া,

ভিডিও ভাইরাল হল টুইটারে। ভিডিওটি দেখে মুগ্ধ হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মানুষ। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে বাঁদর ছানার সাথে এক মহিলার অপত্য স্নেহের মিষ্টি এক ভিডিও। ভাইরাল হওয়ার পরে ভিডিওটি বেশ উপভোগ করেছেন নেটিজেনরা। মায়ের ভালোবাসা যে-কোনো শিশুর কাছেই অমূল্য সম্পদ।




এই ভালোবাসার কোনো বিকল্প নেই। কথায় বলে শিশুরা সুন্দর মাতৃক্রোড়ে, আর বন্যরা বনে। তবে বন্য পশুদের মধ্যেও এই মাতৃস্নেহ বর্তমান। যদিও তাদের প্রকাশের ভঙ্গি আলাদা। অনেক ব্যথা-বেদনা সহ্য করে মা হওয়ার আনন্দ উপভোগ করে নারী। তাই শিশুদের সাথে মায়ের এক নিবিড় বন্ধন জন্মের আগে থেকেই তৈরী হয়ে যায়। জন্মের পরে মায়ের কোলকেই শিশুরা সবচেয়ে নিরাপদ জায়গা বলে মনে করে।

‘মাংকি জানা’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল ভিডিওটিতে মাতৃস্নেহের এক অন্য রূপ সামনে এসেছে। ভিডিওটির শুরুতে দেখতে পাওয়া গিয়েছে দু’টি খুদে বাঁদর ছানাকে এক মহিলা পরম স্নেহে স্নান করিয়ে দিচ্ছেন। খুদে ছানাদুটিও বেশ আনন্দ পেয়েছে মহিলার সান্নিধ্যে।




পরম মমতায় মহিলাকে আঁকড়ে ধরেছে ছানা দুটি। চান করিয়ে দেওয়ার পরে সন্তানস্নেহে তাদের ফিডিং বোতলে দুধও খাইয়ে দিয়েছেন ওই মহিলা। বাঁদর ছানাদের সাথে মহিলার এইরকম আত্মিক সম্পর্ক দেখে নেটিজেনরা বেশ আপ্লুত । ছানাদুটিও মায়ের স্নেহের ছায়ায় পরম আনন্দে একে অপরের সাথে খেলায় মত্ত। ভিডিওটি দেখে এটা স্পষ্ট যে মাতৃস্নেহে বাঁদর ছানাদের মানুষ করছেন ওই মহিলা,

যা সত্যিই প্রশংসার যোগ্য। বাঁদর ছানাদের সাথে মহিলার এইরকম আত্মিক সম্পর্ক দেখে নেটিজেনরা বেশ আপ্লুত। বর্তমানে হাজার হাজার মানুষ ভিডিওটিকে পছন্দ করেছেন এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ভিডিওটি কতটা মনগ্রাহী লেগেছে সবার কাছে। বর্তমানে ডিজিটাল বিনোদনের জগতে সামাজিক মাধ্যমে অনেক রকমের ভিডিও ভাইরাল হয়।

এর মধ্যে বেশ কিছু শিক্ষণীয় কিংবা মনোরঞ্জনমূলক হয়, আবার কিছু ভিডিও শুধুই মনকে ছুঁয়ে যায়। এই ভিডিওটিও অনেক মানুষের মন এক নিমেষে জয় করে নিয়েছে। গত দুবছর আগে ভাইরাল হওয়া এই ভিডিও বর্তমানে দেখেছেন ১৭ মিলিয়ন মানুষ এবং লাইক করেছেন ৬৩ হাজার মানুষ। Monkey Jana নামের একটি ইউটিউব চ্যানেল থেকে বর্তমানে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। এদিকে ভিডিওটিতে কমেন্ট সংখ্যা এসেছে প্রায় হাজারের কাছাকাছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *